ডেঙ্গির দমন ৯২৬ জনকে নোটিশ ৬টি মামলা দায়ের বালি পুরসভার

সেইসঙ্গে ৬ জনের বিরুদ্ধে এই অভিযোগে পুর আইনের ৩৩৩ ধারায় হাওড়া আদালতে মামলা রুজুও করেছে বালি পুর কর্তৃপক্ষ।

Must read

সংবাদদাতা, হাওড়া : ডেঙ্গু দমনে একাধিক কড়া পদক্ষেপ নিচ্ছে বালি পুরসভা। নিজেদের বাড়িতে জঞ্জাল ও খোলা জায়গায় জল জমিয়ে রাখার অভিযোগে ৯২৬ জনকে নোটিশ দিল বালি পুরসভা। সেইসঙ্গে ৬ জনের বিরুদ্ধে এই অভিযোগে পুর আইনের ৩৩৩ ধারায় হাওড়া আদালতে মামলা রুজুও করেছে বালি পুর কর্তৃপক্ষ। বালির পুরকর্মীরা নিয়মিত প্রতিটি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে পরিদর্শন করছেন। কোথাও কোনও খোলা জায়গায় জল জমিয়ে রাখা আছে কিনা কিংবা ময়লা আবর্জনা ডাঁই করে রাখা আছে কিনা তা ঘুরে দেখছেন তাঁরা। কোথাও এমন ঘটনা চোখে পড়লেই সংশ্লিষ্ট বাড়ির মালিককে নোটিশ ধরাচ্ছে বালি পুরসভা।

আরও পড়ুন-আচার্যের রিপোর্ট কই? বিপাকে পড়লেন বোস শিশু কমিশনের চিঠিতে

প্রয়োজনে নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে মামলাও দায়ের করা হচ্ছে। এরই সঙ্গে প্রতিটি বাড়িতে গিয়ে ডেঙ্গি নিয়ে মানুষকে সচেতন করছেন পুরসভার স্বাস্থ্যকর্মীরা। এরই পাশাপাশি মশা মারার তেল স্প্রে করা হচ্ছে। মানুষকে সচেতন করতে বিভিন্ন ওয়ার্ডে পুরসভার তরফে পদযাত্রা করা হচ্ছে। এতে এলাকার প্রাক্তন কাউন্সিলর ও স্থানীয় বাসিন্দাদের সামিল করা হচ্ছে। কোনও জায়গায় বিশেষত পরিত্যক্ত কোনও ঘেরা জায়গা বা কারখানা লাগোয়া এলাকায় ডেঙ্গি মশার লার্ভা রয়েছে কিনা তা দেখার জন্য পুরসভার পক্ষ থেকে বিভিন্ন এলাকায় ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে।

Latest article