দেউচার কাজ হচ্ছে পুরোদমে : প্রশাসন

Must read

সংবাদদাতা, সিউড়ি : দেউচা পাঁচামির (Deucha Pachami) কাজ চলছে পুরোদমে। ২০০ একরের বেশি জমি কেনা হয়েছে। পুনর্বাসনের জন্য ৬০ একর জমি শনাক্ত করা হয়েছে। জেলাশাসক বিধান রায় (Bidhan Roy) বলেন, দেউচায় (Deucha Pachami) আবার এক লট নিয়োগ হচ্ছে। ফার্স্ট ফেজে অধিকাংশ জমি কেনা হয়েছে। দ্বিতীয় ফেজে নিয়মিত ইচ্ছুক জমিদাতারা সম্মতিপত্র জমা দিচ্ছেন। পুনর্বাসনের জন্য আর আর কলোনির ৬০ একর জমি চিহ্নিতকরণের কাজ সম্পূর্ণ। পুনর্বাসনের জন্য মোট ৯০ একর জমি লাগবে। তার মধ্যে ৬০ একর জমি পাওয়া গিয়েছে। মোট ৭ হাজার জমিদাতাকে চাকরি দেওয়া হবে সরকারি প্যাকেজের আওতায়। এখনও পর্যন্ত ২ হাজার চাকরির প্রস্তাব অর্থ দফতরে মঞ্জুরির জন্য পাঠিয়েছে জেলা প্রশাসন। সম্মতিপত্র জমা পড়ার পর ভেরিফিকেশন করে জমির প্রকৃত মালিকের খোঁজ নেওয়া হচ্ছে। তারপর নির্দিষ্ট দিনে জমি রেজিস্ট্রি হচ্ছে এবং জমিদাতারা তেরো লক্ষ টাকা বিঘা প্রতি দাম পাচ্ছেন।

আরও পড়ুন: যশোর রোডে গাছ কাটার পক্ষে রায় সুপ্রিম কোর্টেরও

Latest article