জয় দিয়ে শুরু ডায়মন্ড হারবারের

ডায়মন্ড হারবার ৩ পোর্ট ট্রাস্ট ০

Must read

প্রতিবেদন : অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। কলকাতা লিগে (Calcutta League) মাঠে নামল ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব (Diamond Harbour Football Club)। প্রথম ডিভিশন লিগে অভিষেকও দাপটে করল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ক্লাব। প্রতিপক্ষ ক্যালকাটা পোর্ট ট্রাস্ট দেড়শো বছরের পুরনো ক্লাব। তাদের সুদীর্ঘ একটা ইতিহাস রয়েছে। অতীতে বহুবার বড় ক্লাবকে হারানোর নজির রয়েছে। সেই পোর্টকে (DHFC vs Port Trust) উড়িয়ে নতুন ইতিহাসের লক্ষ্যে পথচলা শুরু করল ডায়মন্ড হারবার এফসি। সোমবার মহেশতলার নিউল্যান্ড বাটা মাঠ ভরিয়ে দিয়েছিলেন ডিএইচএফসি-র সমর্থকরা। ৯০ মিনিট ধরে চিৎকার করে, ড্রাম বাজিয়ে, বাজি ফাটিয়ে ফুটবলারদের উৎসাহিত করে গেলেন তাঁরা। প্রবল দর্শক সমর্থন সঙ্গে নিয়েই পোর্টকে ৩-০ গোলে হারিয়ে প্রথম ডিভিশন লিগে অভিযান শুরু করল কিবু ভিকুনার দল। ডায়মন্ড হারবারের গোলদাতা তুহিন শিকদার, সন্দীপ পাত্র। একটি গোল আত্মঘাতী।

আরও পড়ুন: প্লাস্টিক অভিযানে ১০ লাখ জরিমানা

স্প্যানিশ কোচ শুরু থেকে আক্রমণাত্মক ফুটবলের রণকৌশল নিয়েছিলেন। তাতেই চাপে পড়ে খেলার শুরুতেই আত্মঘাতী গোল করে বসে পোর্ট। ম্যাচের ২ মিনিটেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় ডায়মন্ড হারবার (DHFC vs Port Trust)। ফুলচাঁদ হেমব্রম, তুহিন শিকদার, সফিক আলি গায়েনরা পোর্ট রক্ষণে একের পর এক আক্রমণ তুলে আনেন। ১৯ মিনিটে তুহিনের গোলে ব্যবধান ২-০ করে কিবুর দল। বাঁ-পায়ের দুরন্ত শটে গোল করেন তরুণ উইঙ্গার। বিরতির আগে গোলের ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি কিবুর ছেলেরা। তবে দ্বিতীয়ার্ধে রণকৌশল বদলে ডায়মন্ড হারবারকে পাল্টা চাপে ফেলার চেষ্টা করে পোর্ট। জল-কাদার মাঠে কিবুর ছেলেরা পাসিং ফুটবলে যখন সমস্যায় পড়ছিলেন, তখন দুই উইং ব্যবহার করে উঁচু বলে ডায়মন্ড হারবার রক্ষণকে বিব্রত করেন পোর্টের ফুটবলাররা। কিন্তু ডায়মন্ড হারবার রক্ষণ জমাট থাকায় বিপদ ঘটেনি। বরং খেলার ইনজুরি টাইমে আরও একটি গোল করে ব্যবধান ৩-০ করে কিবুর দল। ডান পায়ের দুর্দান্ত ভলিতে দলের তৃতীয় গোলটি করেন সন্দীপ। ম্যাচের পর ডায়মন্ড হারবার দলের কোচ কিবু বলেন, ‘‘কাদা মাঠের জন্য সমস্যা হয়েছে। তবে আমাদের খেলায় আরও উন্নতি ঘটাতে হবে।” ক্লাব সচিব মানস ভট্টাচার্য বললেন, ‘‘তুহিন, লামা, দেওয়ানের খেলা খুব ভাল লেগেছে। ভাল মাঠ পেলে আমরা আরও ফুটবল খেলব। তবে খেলায় আরও উন্নতি দরকার।”

Latest article