ড্রয়েও শীর্ষে ডায়মন্ড হারবার

ডায়মন্ড হারবার ১ পিয়ারলেস ১

Must read

প্রতিবেদন : কলকাতা প্রিমিয়ার লিগে অপরাজিত তকমা ধরে রাখল ডায়মন্ড হারবার (DHFC)। শনিবার পিছিয়ে পড়েও পিয়ারলেসের সঙ্গে ১-১ ড্র করল তারা। আগের ম্যাচে সাইবরের করা শেষ মুহূর্তের গোলে ইউনাইটেড স্পোর্টসকে হারিয়েছিল ডায়মন্ড হারবার। এদিনও সেই হার না-মানা মনোভাব বজায় রাখলেন কিবু ভিকুনার শিষ্যরা। চলতি মরশুমে যা দলের সম্পদ হিসেবে বারবার প্রমাণিত হয়েছে।
কল্যাণী স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে দুই প্রতিদ্বন্দ্বী দলই উপভোগ্য ফুটবল উপহার দিয়েছে। তাই শুরু থেকেই আক্রমণ ও প্রতি আক্রমণে ম্যাচ জমে উঠেছিল। কয়েক বছর আগে কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়ে চমক দেওয়া পিয়ারলেসই প্রথম গোল
করে এগিয়ে যায়। ৪৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে করেন পিয়ারলেসের পাহাড়ি ফুটবলার দাওয়ানচাওয়া কার্লোস।
তবে পিছিয়ে পড়েও হাল ছাড়েননি ডায়মন্ড হারবারের ফুটবলাররা (DHFC)। বরং দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ঝড় তুলে পিয়ারলেসের রক্ষণকে বিব্রত করতে থাকেন রাহুল পাসোয়ানরা। তার ফলও পান হাতেনাতে। ৬৬ মিনিটে রাহুলের গোলেই ১-১ করে দেয় ডায়মন্ড হারবার। এরপর অনেক চেষ্টা করেও আর জয়সূচক গোলের দেখা পাননি রাহুলরা। ম্যাচে আলাদা করে সবার নজর কাড়লেন ডায়মন্ড হারবারের মহম্মদ ফিরোজ খান। তিনিই ম্যাচের সেরা।
এদিকে, এই জয়ের সুবাদে ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের গ্রুপ ‘এ’-র শীর্ষ স্থান ধরে রাখল ডায়মন্ড হারবার। লিগের অন্য ম্যাচে ইউনাইটেড স্পোর্টসকে ২-০ গোলে হারানো মেহনবাগান (৬ ম্যাচে ১৬ পয়েন্ট) আপাতত দ্বিতীয় স্থানে। তিন পয়েন্ট হাতছাড়া হলেও দলের খেলায় খুশি কিবু। ডায়মন্ড হারবার কোচের বক্তব্য, পিছিয়ে পড়েও ফুটবলাররা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তাতে আমি খুশি। পিয়ারলেস শক্তিশালী দল। আজ খুব ভাল খেলেছে। তবে সুযোগ নষ্ট না করলে, ম্যাচটা আমরা জিততেই পারতাম।
ডায়মন্ড হারবারের পরের ম্যাচ কালীঘাট এমএসের বিরুদ্ধে। শনিবার আবার কালীঘাট ১-০ গোলে হারিয়েছে সার্দার্ন সমিতিকে।

আরও পড়ুন- জোড়া গোল, ৩ পয়েন্ট মোহনবাগানের

Latest article