কলকাতায় এবার সেঞ্চুরি হাঁকাল ডিজেলও

Must read

প্রতিবেদন : জেলাগুলিতে আগেই হয়ে গিয়েছিল। এবার কলকাতাতেও সেঞ্চুরি হাঁকাল ডিজেল। বৃহস্পতিবার শহর কলকাতায় প্রতি লিটার ডিজেলের দাম দাঁড়াল ১০০ টাকা ১৬ পয়সা। পেট্রোলের দাম ১০৮ টাকা ৮০ পয়সা। ভারত পেট্রোলিয়াম সূত্রে এদিন খবর জানা গিয়েছে।

 

রাজ্যের একাধিক জেলায় ইতিমধ্যেই সেঞ্চুরি হাঁকিয়েছে ডিজেল। নিত্যদিন জ্বালানির ঊর্ধ্বমুখী দামে হিমশিম আমজনতা। প্রবল ভোগান্তিতে ব্যবসায়ীরা। এই আবহে এদিন শহরের একাধিক জায়গায় প্রতিবাদ-বিক্ষোভে শামিল হয়েছেন মানুষ। দক্ষিণ কলকাতার রাসবিহারী মোড়ে একদল ক্যাবচালক রাস্তায় বসে নুন-ভাত খেয়ে প্রতিবাদে শামিল হন।

 

বৃহস্পতিবার সন্ধেবেলা পেট্রোল পাম্প মালিকরা পাম্পের আলো নিভিয়ে প্রতিবাদ জানান। সন্ধে সাড়ে সাতটা থেকে আটটা অবধি তেল বিক্রি করেননি তাঁরা। দীপাবলির মুখে গোটা দেশে নজিরবিহীন গতিতে দৌড়চ্ছে জ্বালানি। দেশের অন্তত ১২টি রাজ্যে ডিজেল অতিক্রম করেছে ১০০ টাকা। পেট্রোল ১০০ টাকা পেরিয়েছে দেশের সব রাজ্যের রাজধানীতেই। চলতি মাসে এখনও পর্যন্ত মোট ২০ বার বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম।

Latest article