আজ থেকে ফের ‘দুয়ারে সরকার’

Must read

সংবাদদাতা, কলকাতা :‌ মঙ্গলবার থেকে ফের শুরু হচ্ছে রাজ্য সরকারের জনমুখী কর্মসূচি ‘দুয়ারে সরকার’ (Duare Sarkar)। এই কর্মসূচিতে এবার বিশেষভাবে সক্ষমদের জন্য বিশেষ শিবির করা হবে। লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী প্রকল্পের পাশাপাশি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য সর্বাধিক আবেদন জমা পড়বে বলে মনে করছে রাজ্য সরকার। সেই মতো প্রস্তুতিও শুরু হয়েছে। তবে নতুন কার্ডের আবেদন মঞ্জুর করার আগে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রাপকদের শিক্ষাঋণের বকেয়া আবেদন দ্রুত মঞ্জুর করার ব্যাপারে ব্যাঙ্কগুলির সঙ্গে কথা বলতে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। তিনি এদিন সমস্ত জেলাশাসকের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন।

আরও পড়ুন – উন্নয়নের রোড ম্যাপ তৈরি করে দিলেন মুখ্যমন্ত্রী

পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনের ক্ষেত্রে সঙ্গে সঙ্গে সেই তথ্য নথিভুক্ত করতে হবে বলে নবান্ন থেকে বলা হয়েছে। কোনওভাবে যাতে দুয়ারে সরকারের (Duare Sarkar) কাজে অবহেলা না হয়, তা নিশ্চিত করতে বলা হয়েছে। দুয়ারে সরকার প্রথম পর্যায়ের সাফল্যের পর দ্বিতীয় পর্যায়ে প্রায় ১ লাখ ৪ হাজার ৪০২টি শিবিরে মোট ৩ কোটি ৬৯ লাখ মানুষ পরিষেবা নিতে এসেছেন। এর মধ্যে ৩ কোটি ১৫ লাখেরও বেশি দরখাস্ত জমা পড়েছে। যেগুলি জমা পড়েছিল, তার ২ কোটি ৭৮ লাখ ৬৫ হাজার আবেদনকারীকে পরিষেবা দেওয়া হয়ে গিয়েছে। ২৭ ফেব্রুয়ারি রাজ্যে আরেক দফা পুরভোট। নির্বাচন কমিশন সরকারি কর্মসূচি নিয়ে একাধিক বিধিনিষেধ জারি করেছে। ভোটমুখী পুর এলাকায় আয়োজিত শিবিরে মুখ্যমন্ত্রীর ছবি ব্যবহার করা যাবে না বলে কমিশন জানিয়েছে৷ কোনও রাজনৈতিক নেতা বা মন্ত্রীও শিবিরে যেতে পারবেন না। এই দুয়ারে সরকার কর্মসূচি নিয়ে কোনও রাজনৈতিক প্রচার করাও যাবে না।

Latest article