কম্পনে মৃত সাত

Must read

আফগানিস্তানের পর এবার কেঁপে উঠল দক্ষিণ ইরান (Earthquake in Southern Iran)। শুক্রবার রাত দেড়টা নাগাদ দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের বন্দর আব্বাস এলাকায় এই কম্পন (Earthquake in Southern Iran) অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.১। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, এদিনের কম্পনে ৭ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন বেশ কয়েকজন। বেশ কিছু ঘরবাড়ি ভেঙে পড়েছে এবং একাধিক ঘরবাড়িতে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। সংযুক্ত আরব আমিরশাহিতেও এদিন কম্পন অনুভূত হয়েছে। হরমোজগান প্রদেশের গভর্নর মেহেদি দোস্তি জানিয়েছেন, এদিনের কম্পনের ফলে কয়েকজনের মৃত্যুর পাশাপাশি অনেকেই আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। বেশ কিছু মানুষ ঘরবাড়ি হারিয়ে আশ্রয়হীন হয়েছেন। তাঁদের আপাতত কয়েকটি ত্রাণ শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে। এদিন ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল।

আরও পড়ুন: ফেরাল পাক শিশুকে

Latest article