ইংল্যান্ডের জয়ে নায়ক মালান

ইংল্যান্ড ৩৬৪/৯ (৫০ ওভার) বাংলাদেশ ২২৭/১০ (৪৮.২ ওভার)

Must read

ধরমশালা, ১০ অক্টোবর : নিউজিল্যান্ডের কাছে হারের ধাক্কা সামলে বিশ্বকাপে জয়ে ফিরল ইংল্যান্ড (England vs Bangladesh)। সৌজন্যে দাভিদ মালান। ব্যাট হাতে ঝোড়ো সেঞ্চুরি করে দলের বড় রানের ভিত গড়ে দিয়েছিলেন ইংরেজ ওপেনার। এরপর বল হাতে চার উইকেট নিয়ে বাকি কাজটা সারেন বাঁ হাতি পেসার রিস টপলি। নিট ফল, বাংলাদেশকে (England vs Bangladesh) ১৩৭ রানে হারালেন জস বাটলাররা।
মঙ্গলবার টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন শাকিব আল হাসান। কিন্তু ওপেনিং জুটিতেই ১১৫ রান যোগ করেন মালান ও জনি বেয়ারস্টো (৫২)। হাফ সেঞ্চুরির পর বেয়ারস্টো প্যাভিলিয়নে ফিরলেও মালান ১০৭ বলে ১৪০ রানের মারকুটে ইনিংস খেলে দেন। তাঁকে যোগ্য সঙ্গ দেন জো রুট। তাঁর অবদান ৬৮ বলে ৮২। এই নিয়ে বিশ্বকাপে টানা দ্বিতীয় হাফ সেঞ্চুরি এল রুটের ব্যাট থেকে।
রান তাড়া করতে নেমে টপলির দাপটে মাত্র ৪৯ রানেই ৪ উইকেট হারিয়ে বসেছিল বাংলাদেশ। বিপর্যয়ের মধ্যে লড়াই করলেন লিটন দাস (৭৬) ও মুশফিকুর রহিম (৫১)। তৌহিদ হৃদয় ৩৯ রান করেন। যদিও তাতে হারের ব্যবধান শুধু কমেছে। টপলি ৪৩ রানে ৪ উইকেট দখল করেন। ৪৯ রানে ২ উইকেট ক্রিস ওকসের।

আরও পড়ুন- রিজওয়ান ও শফিকে বাজিমাত পাকিস্তানের

Latest article