রিজওয়ান ও শফিকে বাজিমাত পাকিস্তানের

শ্রীলঙ্কা ৩৪৪/৯ (৫০ ওভার) পাকিস্তান ৩৪৫/৪ (৪৮.২)

Must read

হায়দরাবাদ, ১০ অক্টোবর : শ্রীলঙ্কার (Pakistan vs Sri lanka) বিরুদ্ধে দাপুটে জয় ছিনিয়ে নিয়ে, ভারত ম্যাচের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিলেন বাবর আজমরা। মঙ্গলবার প্রায় সাড়ে তিনশো রান তাড়া করতে নেমে, ১০ বল হাতে রেখেই ৬ উইকেটে ম্যাচ জিতল পাকিস্তান। জয়ের দুই নায়ক আবদুল্লা শফিক ও মহম্মদ রিজওয়ান। অফ ফর্মে থাকা ফকর জামানকে বসিয়ে শফিককে এই ম্যাচে খেলিয়েছিল পাক টিম ম্যানেজমেন্ট। দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়ে সেই আস্থার মান রাখলেন শফিক। শেষ পর্যন্ত আউট হলেন ১০৩ বলে ১১৩ রান করে। ততক্ষণে ম্যাচ অনেকটাই পাকিস্তানের (Pakistan vs Sri lanka) দিকে ঢলে পড়েছে।
বাকি কাজটা সারলেন রিজওয়ান। তিনি নট আউট থাকলেন ১২১ বলে ১৩১ রান করে। বাবর রান পাননি। কিন্তু সেটা পূরণ করে দিলেন শফিক-রিজওয়ান জুটি। রিজওয়ানের সঙ্গে নট আউট থাকেন ইফতিকার আহমেদ (১০ বলে ২২)।
এই ম্যাচে চার-চারটি সেঞ্চুরি দেখল ক্রিকেট দুনিয়া। কুশল মেন্ডিস ও সাদিরা সমরাবিক্রমার জোড়া সেঞ্চুরিতে ভর করে স্কোরবোর্ডে সাড়ে তিনশোর কাছাকাছি রান তুলেছিল শ্রীলঙ্কা। ইনিংসের দ্বিতীয় ওভারেই কুশল পেরেরার (০) উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল দ্বীপরাষ্ট্র। কিন্তু দ্বিতীয় উইকেটে ১০২ রান যোগ করে পরিস্থিতি সামাল দেন পাথুম নিশঙ্কা (৫১) ও মেন্ডিস। এরপর দলকে টেনেছেন মেন্ডিস এবং সাদিরা। দু’জনে মিলে ১১১ রান যোগ করার পর প্যাভিলিয়নে ফেরেন মেন্ডিস। ততক্ষণে অবশ্য তিনি ৭৭ বলে ১২২ রানের আগ্রাসী ইনিংস খেলে ফেলেছেন। কিন্তু মেন্ডিস আউট হওয়ার পরেই ঘনঘন উইকেট পড়তে থাকে। সাদিরা আউট হন ১০৮ রান করে। পাকিস্তানের বোলারদের মধ্যে ৪ উইকেট নেন হাসান আলি।

আরও পড়ুন- আদানি নয় দেশের সবচেয়ে ধনীর তকমা পেলেন আম্বানি

Latest article