টেটে বাড়তি মেট্রো

কলকাতা মেট্রোর তরফে শুক্রবার জানানো হয়েছে, রবিবার টেট পরীক্ষার জন্য নর্থ-সাউথ বিভাগে আটটি অতিরিক্ত মেট্রো চালানো হবে

Must read

রবিবার, ১১ ডিসেম্বর টেট পরীক্ষা। চাকরিপ্রার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে যাতে কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করতে এবার তৎপর কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। ছুটির দিনেও চালানো হবে বাড়তি মেট্রো। কলকাতা মেট্রোর তরফে শুক্রবার জানানো হয়েছে, রবিবার টেট পরীক্ষার জন্য নর্থ-সাউথ বিভাগে আটটি অতিরিক্ত মেট্রো চালানো হবে।

আরও পড়ুন-দূষণ রুখতে ৮ বছরের মধ্যে আরও ই-বাস

এর মধ্যে চারটি আপ এবং চারটি ডাউন ট্রেন। পরীক্ষা শুরুর আগে সাত মিনিট অন্তর মিলবে মেট্রো রেল। রবিবার সকালে ১৫ মিনিট অন্তর মেট্রো চলাচল করে। বিকেলের দিকে পরীক্ষা শেষের পরে ১০ মিনিট অন্তর মেট্রো রেল মিলবে। ওই দিন সব মিলিয়ে ১৩৮টি জোড়া ট্রেন চালানো হবে নর্থ-সাউথ বিভাগে। আপ ও ডাউন লাইনে ৬৯টি করে ট্রেন চলবে ওইদিনে। প্রয়োজনে ট্রেনের সংখ্যা আরও বাড়ানো হতে পারে।

Latest article