কাউন্সিলরদের পাঠ দেবেন ফিরহাদ, অতীনরা

Must read

প্রতিবেদন : কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) নবনির্বাচিত কাউন্সিলরদের কাজকর্মের পাঠ দেবেন প্রবীণরা। তাঁদের হাতেকলমে কাজ শেখাবেন মেয়র ফিরহাদ হাকিম, মালা রায়, অতীন ঘোষ, দেবব্রত মজুমদারের মতো পুর প্রশাসনের কাজে দীর্ঘদিনের অভিজ্ঞ ব্যক্তিত্বরা। কলকাতা পুর এলাকার নাগরিক পরিষেবায় গতি আনতে এই অভিনব উদ্যোগ নিয়েছে পুরসভার তৃণমূল পরিচালিত পুরবোর্ড। শুক্রবার টাউন হলে বর্তমান পুরবোর্ডের দ্বিতীয় মাসিক অধিবেশন বসছে। ওই হলেই শনিবার নবনির্বাচিত কাউন্সিলরদের জন্য দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত এই তিন ঘণ্টার প্রশিক্ষণ শিবির হবে।

আরও পড়ুন – সোশ্যাল মিডিয়ায় প্রচারে ঝড় তৃণমূল প্রার্থীদের 

প্রত্যেক কাউন্সিলরকে নিয়েই এই বৈঠক বলে জানা গিয়েছে (Kolkata Municipal Corporation) পুরসভা সূত্রে। বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে কীভাবে আর্থিক প্রস্তাব প্রস্তুত করতে হয়, অধিবেশনে কোন নিয়ম মেনে প্রশ্ন-উত্তর করা যায় সেই সমস্ত নিয়ম-কানুন শেখাবেন মেয়র ফিরহাদ হাকিম। এরই পাশাপাশি কোনও প্রকল্পে আর্থিক প্রস্তাব কীভাবে উত্থাপন করতে হয়, কীভাবে বাজেট চূড়ান্ত করতে হয় তা শেখাবেন মেয়র পারিষদ দেবব্রত মজুমদার। কীভাবে নাগরিকদের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে হবে তার পাঠ দেবেন কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ। এদিকে মাসিক অধিবেশনে কীভাবে প্রস্তাব উত্থাপন করতে হয়, প্রশ্ন- উত্তরে কীভাবে অংশ নিতে হবে তা শেখাবেন দক্ষিণ কলকাতার সাংসদ তথা পুরসভার চেয়ারপার্সন মালা রায়।

Latest article