সুর পাল্টালেন হেনরি ওলঙ্গা, জানালেন ‘বেঁচে আছেন হিথ’

হেনরি ওলঙ্গা, জিম্বাবোয়ের অধিনায়ক শন উইলিয়ামসরা টুইটারে শোকবার্তা জানান। বীরেন্দ্র সেওয়াগ, অনিল কুম্বলেরাও শোকবার্তা জানিয়েছেন এই খবর জানার পর।

Must read

হিথ স্ট্রিকের (Heath Streak) মৃত্যুর খবর হেনরি ওলঙ্গার টুইটে প্রথম প্রকাশ্যে আসে। তাঁর টুইট দেখে সংবাদমাধ্যমগুলি হিথের প্রয়াণের খবর করে। এই ঘটনার চার ঘণ্টার মধ্যে সুর বদলালেন হেনরি। ১০টা ৫৬ মিনিটে তাঁর শেষ টুইট অনুযায়ী, ‘বেঁচে আছেন হিথ’। সেখানে তিনি লেখেন, ‘আমি নিশ্চিত করে বলছি যে স্ট্রিকের মৃত্যুর খবর অতিরঞ্জিত। এইমাত্র তাঁর কাছ থেকে নিশ্চিত হলাম। তৃতীয় আম্পায়ার তাঁকে ফেরত পাঠিয়েছেন। তিনি এখনও বেঁচে রয়েছেন।’ এমন একজন খেলোয়াড়ের মৃত্যু নিয়ে গুজব ছড়ানোয় জিম্বাবোয়ের প্রাক্তন ক্রিকেটারকে ছাড়েন নি নেটিজেনরা। ওলঙ্গা যে পোস্ট করেন সেটি মোট সাতবার এডিট করা হয়।

আরও পড়ুন-৯০০ ফুট উচ্চতায় একটি তারে ঝুলছিল ৬ শিশুর প্রাণ, অবশেষে রক্ষা

ভারতীয় সময় সকাল ৬টা নাগাদ জানা যায় হিথ মৃত। দক্ষিণ আফ্রিকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন জিম্বাবোয়ের কিংবদন্তি হিথ স্ট্রিক (Heath Streak)। হেনরি ওলঙ্গা, জিম্বাবোয়ের অধিনায়ক শন উইলিয়ামসরা টুইটারে শোকবার্তা জানান। বীরেন্দ্র সেওয়াগ, অনিল কুম্বলেরাও শোকবার্তা জানিয়েছেন এই খবর জানার পর। হঠাৎ জানা গেল বেঁচে রয়েছেন ক্যান্সারে আক্রান্ত হিথ স্ট্রিক। তাঁর মৃত্যুর খবর ভুয়ো সেটা ফের জিম্বাবোয়ের প্রাক্তন ক্রিকেটার হেনরি ওলঙ্গা জানান। হিথ স্ট্রিকের সঙ্গে হোয়্যাটসঅ্যাপের কথোপকথনের স্ক্রিনশট পোস্ট করেছেন তিনি। যেখানে হিথ লিখেছেন, “নিঃসন্দেহে বেঁচে রয়েছি। অবিলম্বে এই রান আউট ফিরিয়ে নাও বন্ধু।’

Latest article