মিজোরামে নির্মীয়মাণ রেলব্রিজ ভেঙে দুর্ঘটনা,মৃত ১৭, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

সকাল ১০টা নাগাদ মিজোরামের রাজধানী আইজল থেকে প্রায় ২১ কিলোমিটার দূরে সাইরাং এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

Must read

মিজোরামে (Mizoram) নির্মীয়মাণ রেল ব্রিজ ভেঙে মারা গিয়েছেন কমপক্ষে ১৭। অনুমান করা হচ্ছে, হঠাৎ করেই ধসে যাওয়া ওই সেতুর নিচে আটকে আছেন প্রায় ৩৫ থেকে ৪০ জন । দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়বে সেই নিয়ে সন্দেহ নেই। সকাল ১০টা নাগাদ মিজোরামের রাজধানী আইজল থেকে প্রায় ২১ কিলোমিটার দূরে সাইরাং এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন-সুর পাল্টালেন হেনরি ওলঙ্গা, জানালেন ‘বেঁচে আছেন হিথ’

কুরুং নদীর ওপরে রেল ব্রিজ তৈরি করা হচ্ছিল। বৈরাবি থেকে সাইরাং পর্যন্ত সংযোগকারী রেল সেতু তৈরির কাজ চলছিল। হঠাৎ ১০টা নাগাদ সেটা ভেঙে পড়ে। ঘটনাস্থলেই মারা গিয়েছেন ১৭ জন শ্রমিক। আধিকারিকদের তরফে জানা গিয়েছে, সেখানে প্রায় ৪০ জন শ্রমিক আটকে আছেন। ইতিমধ্যেই তাদের উদ্ধার করার কাজ শুরু করা হয়েছে। তবে সবটাই সময়সাপেক্ষ। ব্রিজটি প্রায় ১০৪ মিটার উঁচু। জানা গিয়েছে, কুতুব মিনারের থেকেও প্রায় ৪২ মিটার বেশি উঁচু। এই রেল ব্রিজ তৈরি করার মূল উদ্দেশ্য ছিল আইজলকে দেশের রেল মানচিত্রে যুক্ত করা।

আরও পড়ুন-৯০০ ফুট উচ্চতায় একটি তারে ঝুলছিল ৬ শিশুর প্রাণ, অবশেষে রক্ষা

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইজলে ব্রিজ-বিপর্যয় নিয়ে শোকপ্রকাশ করেছেন । মালদহ থেকে কয়েক জন সেখানে কাজ করতে গিয়েছেন। তাদের এই মুহূর্তে অবস্থা জানার জন্য তিনি মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন টুইট বার্তায় লেখেন, ‘আজ মিজোরামে একটি নির্মীয়মান রেলওয়ে সেতু ভেঙে পড়েছে। সেই বিষয়ে জানতে পেরে আমি হতবাক। আমাদের মালদা জেলার কয়েকজন সাইট শ্রমিকের প্রাণহানি ঘটে। উদ্ধার/সহায়তা অভিযানের জন্য আমার মুখ্য সচিবকে মিজোরাম প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে। মালদা জেলা প্রশাসনকে শোকাহত পরিবারগুলির কাছে সমস্ত সম্ভাব্য সাহায্য পৌঁছানোর জন্য বলা হয়েছে। আমরা ক্ষতিগ্রস্থ পরিবারের স্বজনদের যত তাড়াতাড়ি সম্ভব উপযুক্ত ক্ষতিপূরণ দেব। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। পরিস্থিতি পর্যবেক্ষণে থাকবে।’

 

 

Latest article