বক্তৃতার মাঝে মঞ্চেই মৃ.ত্যু আইআইটি অধ্যাপকের

হাসপাতাল সূত্রে খবর, সেখানে পৌঁছনোর আগেই ওই অধ্যাপকের মৃত্যু হয়েছিল। ইতিমধ্যে তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Must read

প্রতিবেদন : মর্মান্তিক। অনুষ্ঠানে বক্তৃতার সময় মঞ্চে আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল আইআইটি কানপুরের অধ্যাপকের। মৃত অধ্যাপকের নাম সমীর খান্দেকার (৫৫)। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রাক্তনীদের জমায়েতে ভাষণ দিচ্ছিলেন তিনি। কিছুক্ষণের মধ্যেই আচমকা মঞ্চে লুটিয়ে পড়েন। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা অধ্যাপককে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন-বর্ষশেষে উৎসবের হুল্লোড়ে মা.দক রুখতে ক.ড়া নজরদারি, দায়িত্বে পুলিশকর্মীরা

আইআইটি কানপুরের পড়ুয়ারা জানিয়েছেন, শুক্রবার বিশ্ববিদ্যালয়ে প্রাক্তনীদের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। ভাষণে শরীর-স্বাস্থ্যের বিষয়েই কথা বলছিলেন। আচমকা সেই সময়ই ঘটে বিপত্তি। কথা বলতে বলতেই বুকে হাত দিয়ে মঞ্চের মধ্যেই পড়ে যান সমীর। মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে যায়। অধ্যাপককে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলেও লাভ হয়নি। চিকিৎসকরা জানান, প্রবল হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই অধ্যাপকের।

আরও পড়ুন-সুরে ভাসবে তিলোত্তমা, ২৫-এ শুরু সঙ্গীতমেলা

মঞ্চের উপর বুকে হাত দিয়ে সমীরকে বসে পড়তে দেখে প্রথমে কেউ কিছু বুঝে উঠতে পারেননি। অনুষ্ঠানে উপস্থিত অনেকের কথায়, অধ্যাপক শরীর-স্বাস্থ্যের বিষয়ে যেভাবে কথা বলছিলেন, দেখে মনে হয়েছিল তিনি হয়তো আবেগপ্রবণ হয়ে পড়েছেন। তাই বুকে হাত দিয়ে বসে পড়েছিলেন। যদিও পরে দেখা যায়, অত্যধিক ঘামছেন সমীর। কিছুক্ষণের মধ্যেই তিনি মঞ্চে পড়ে যান। পরিস্থিতি বেগতিক বুঝে অনুষ্ঠানের আয়োজকরা দ্রুত অধ্যাপককে হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে খবর, সেখানে পৌঁছনোর আগেই ওই অধ্যাপকের মৃত্যু হয়েছিল। ইতিমধ্যে তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে বলে ধারণা পুলিশের। আচমকা অধ্যাপকের এভাবে মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর কর্মস্থলের ছাত্র-শিক্ষকরা।

Latest article