স্বাধীনতার ইতিহাসের সাক্ষী ইন্ডিয়া ক্লাব চিরতরে বন্ধ হচ্ছে

দেওয়ালে এখনও জ্বলজ্বল করছে ভারতের বিভিন্ন জাতীয়তাবাদী নেতার ছবি, প্রবাসে এশীয় রসনা বিলাসের স্বাদ দেওয়া প্রতিষ্ঠান আর থাকছে না।

Must read

সংবাদদাতা : শেষ হতে চলেছে ভারতের স্বাধীনতা আন্দোলনের গৌরবময় ইতিহাসের স্মৃতিবিজড়িত এক অধ্যায়। জাতীয়তাবাদী বিপ্লবীদের এক অন্যতম কর্মকাণ্ডস্থল ঐতিহাসিক ইন্ডিয়া ক্লাব, এবার চিরতরে বন্ধ হতে চলেছে। রাজনীতি থেকে দেশকে স্বাধীন করার একাধিক মতবিরোধ, সবকিছুর সাক্ষী এই ক্লাব। স্বাধীন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, পরবর্তীকালে ব্রিটেনে ভারতের প্রথম রাষ্ট্রদূত পদ অলঙ্কৃত করা কৃষ্ণ মেননের নিত্য যাতায়াত ছিল এখানে। ১৯৫১ সালে লন্ডনের স্ট্র্যান্ডে তৈরি হয় এই ইন্ডিয়া ক্লাব। যার উদ্যোক্তা ছিল ইন্ডিয়া লিগ নামে ভারতের স্বাধীনতাকামী একটি ব্রিটিশ সংগঠন। এবার লন্ডনের সেই ক্লাব চিরতরে বন্ধ হতে চলেছে।

আরও পড়ুন-কপিলমুনির মন্দির বাঁচাতে উদ্যোগ রাজ্যের

খাওয়া-দাওয়া, আড্ডার পাশাপাশি চলত রাজনীতি, দেশকে স্বাধীন করার পরিকল্পনা নিয়ে মতের আদানপ্রদান— এই সবের সাক্ষী থাকা ক্লাবকে ভেঙে ফেলার চেষ্টা আজ নতুন নয়। নতুন হোটেল নির্মাণের জন্য এই ক্লাব আংশিক ভেঙে ফেলতে ওয়েস্টমিনস্টার সিটি কাউন্সিলে আবেদন করে রেস্তোরাঁর জমির মালিক মারস্টন প্রপার্টিজ। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে জয় হল জমি মালিকের। মারস্টন প্রপার্টিজ তাঁদের নোটিশ দিয়ে জানিয়েছে, ঐতিহাসিক রেস্তোরাঁ উঠে গিয়ে হবে অত্যাধুনিক হোটেল। ১৭ সেপ্টেম্বর শেষবারের মতো জনসাধারণের জন্য খোলা হবে এই ক্লাব। দেওয়ালে এখনও জ্বলজ্বল করছে ভারতের বিভিন্ন জাতীয়তাবাদী নেতার ছবি, প্রবাসে এশীয় রসনা বিলাসের স্বাদ দেওয়া প্রতিষ্ঠান আর থাকছে না।

Latest article