Drunk BJP leader: মত্ত বিজেপি বিধায়কের নাচ

বিধায়কের নিরাপত্তার জন্য নিযুক্ত কেন্দ্রীয় বাহিনীর সদস্যের পাশে এভাবে নাচের কারণে বিতর্ক তৈরি হয়েছে।

Must read

সংবাদদাতা, ময়নাগুড়ি : বিজেপির কঙ্কালসার চেহারা এবার সবকিছুকে ছাপিয়ে গেল। ওরা নাকি সংস্কৃতি রক্ষা করবে। তারই নমুনা পাওয়া গেল ময়নাগুড়িতে। বিজেপির বিধায়কের নেশা করে উদ্দাম নাচে মাথা হেঁট হল পদ্মশিবিরের। সেই সঙ্গে দুর্নাম হল আরএসএসেরও। যে দল করতে গেলে কিছু নিয়মনীতি মানতে হয়, চলতে হয় শৃঙ্খলা মেনে। কিন্তু সেসব জলাঞ্জলি দিলেন বিজেপি বিধায়ক কৌশিক রায়।

আরও পড়ুন-মৃত ছেলের সঙ্গে ৩ দিন

এই লজ্জা এবার কী দিয়ে ঢাকবে বিজেপি! বিধানসভা নির্বাচনের আগে উঁচু গলায় বিজেপি নেতারা বলেছিলেন, ‘‘সংখ্যাগরিষ্ঠতা পেলে গড়ব সোনার বাংলা’’। সোনার বাংলার মানে যে বিজেপির অজানা, তা প্রমাণ হল। ময়নাগুড়িতে আয়োজিত জলসার মঞ্চে বিজেপি বিধায়ক মত্ত অবস্থায় উদ্দাম নেচে গণ মনোরঞ্জন করলেন। আর তাঁর এই ভিডিও হইহই করে ভাইরাল হল। যা একপ্রকার হাতে হাতে ঘুরছে। মানুষ আগেই বুঝেছেন, নতুন করে আবার বুঝলেন বিজেপির ‘অচ্ছে দিন’-এর মানে।

আরও পড়ুন-Corona Update: উত্তর দিনাজপুরে করোনা রুখতে তৎপর স্বাস্থ্য দফতর

বিজেপি বিধায়কের নিরাপত্তার জন্য নিযুক্ত কেন্দ্রীয় বাহিনীর সদস্যের পাশে এভাবে নাচের কারণে বিতর্ক তৈরি হয়েছে। গোটা রাজনৈতিক মহল এই বিষয়ে প্রশ্ন তুলেছে। জানা গিয়েছে, গত শুক্রবার তাঁর নির্বাচনী কেন্দ্রে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বিজেপি বিধায়ক কৌশিক রায়। মঞ্চে উঠে আলোর নিচে মাইক হাতে নিয়েই উদ্দাম নাচ-গানে মেতে ওঠেন তিনি।

বাজনার তালে তালে মত্ত অবস্থায় তিনি গাইতে শুরু করেন লোকগীতি। ‘ফিরে যদি আসি মাগো জন্ম দিস তোর গর্ভে আমার।’ আর এই গানেও রয়েছে সোনার বাংলা শব্দটি। বিধায়কের এই আচরণে রীতিমতো প্রশ্নের ঝড়। এই বিষয়ে একেবারে নিশ্চুপ পদ্মশিবির। টুঁ শব্দ করেননি কোনও নেতা।

Latest article