শুভেন্দুকে বয়কট দলের ৪ বিধায়কের

ওঁরা বিধানসভায় থাকার অজুহাত দিয়েছেন। তা যে সর্বৈব মিথ্যে তা জানিয়েছেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি ও এগরার বিধায়ক তরুণ মাইতি।

Must read

সংবাদদাতা, কাঁথি : ক্রমশ রাশ আলগা হচ্ছে বিরোধী দলনেতার। তাঁর ‘খাসতালুক’ কাঁথিতে দলের কর্মসূচিতে গরহাজির দলেরই চার বিধায়ক! শুভেন্দু অধিকারী নিজে থাকলেও, কেন অনুপস্থিত দলের বিধায়করা, তা নিয়ে দলেই বাড়ছে অসন্তোষ।

আরও পড়ুন-Drunk BJP leader: মত্ত বিজেপি বিধায়কের নাচ

শুক্রবার কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির ডাকে পেট্রোপণ্যের মূল্য হ্রাসে রাজ্য সরকারের পদক্ষেপ নিয়ে পদযাত্রা ও পথসভা হয়। সেখানে ছিলেন বিরোধী দলনেতা এবং জেলার বিজেপি কর্মীরা। শুধু ছিলেন না চার বিধায়ক।

আরও পড়ুন-মৃত ছেলের সঙ্গে ৩ দিন

দক্ষিণ কাঁথির অরূপ দাস, খেজুরির শান্তনু প্রামাণিক, উত্তর কাঁথির সুমিতা সিনহা ও ভগবানপুরের রবীন্দ্রনাথ মাইতি। ওঁরা বিধানসভায় থাকার অজুহাত দিয়েছেন। তা যে সর্বৈব মিথ্যে তা জানিয়েছেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি ও এগরার বিধায়ক তরুণ মাইতি।

Latest article