একসঙ্গে এবার মহাকাশের পথে ইসরো ও নাসা

Must read

প্রতিবেদন : মহাকাশের রহস্যভেদ করার অভিযানে হাত হাত মিলিয়ে কাজ করবে ইসরো ও নাসা। এবার মহাকাশে বড় স্যাটেলাইট পাঠাবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ও মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা (ISRO-NASA)। আবহাওয়ার খামখেয়ালিপনা আর জলবায়ু পরিবর্তনের জেরে পৃথিবী জুড়ে যে প্রভাব পড়েছে, তা খতিয়ে দেখে এই কৃত্রিম অ্যাপারচার র‍্যাডার উপগ্রহ যৌথভাবে তৈরি করেছেন ইসরো এবং নাসার বিজ্ঞানীরা। শনিবার ‍‘দুষ্টু ছেলে’কে মহাকাশে পাঠিয়েছে ইসরো (ISRO-NASA)। আর জিএসএলভি রকেটের পরবর্তী অভিযান হতে চলেছে ‍‘নিসার মিশন’। এটি নাসা এবং ইসরোর সিন্থেটিক অ্যাপারচার র‍্যাডার মিশন। এই ক্ষেত্রে উপগ্রহের আকার বাকিগুলোর থেকে অনেকটাই বাড়ানো হয়েছে।

আরও পড়ুন- ২৮ মুখ্যমন্ত্রীর সফর প্রশাসনিক তৎপরতা

Latest article