২৮ মুখ্যমন্ত্রীর সফর প্রশাসনিক তৎপরতা

Must read

সংবাদদাতা, ঝাড়গ্রাম : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) প্রায় সাড়ে ছ’মাসের ব্যবধানে ঝাড়গ্রাম জেলায় আসছেন। প্রশাসন ও তৃণমূল সূত্রে খবর, এখনও পর্যন্ত নির্ধারিত সূচি অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি বিকেলে তিনি ঝাড়গ্রাম পৌঁছবেন। পর্যটন উন্নয়ন নিগমের রাজবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্সে রাত কাটিয়ে ২৯ ফেব্রুয়ারি বিকেলে ঝাড়গ্রাম স্টেডিয়ামে পরিষেবাদান কর্মসূচি ও প্রশাসনিক জনসভা করবেন। তবে সূচি বদলাতেও পারে ভলে জানা গিয়েছে। তৃণমূলের একটি অংশের খবর, প্রশাসনিক সভার পাশাপাশি একটি রাজনৈতিক সভাও করতে পারেন মুখ্যমন্ত্রী। এ বিষয়ে জেলাশাসক সুনীল আগরওয়াল বলছেন, ‘মুখ্যমন্ত্রীর জেলাসফর নিয়ে প্রশাসনিক স্তরে তৎপরতা শুরু হয়েছে। গত বছর আদিবাসীদের বিশ্ব দিবসের রাজ্যস্তরের অনুষ্ঠানে ঝাড়গ্রামে এসেছিলেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। গত বিধানসভা, পুরসভা ও পঞ্চায়েত ভোটে জেলায় কার্যত জয় পায় তৃণমূল। লোকসভা ভোটে পাখির চোখ গতবার বিজেপির জেতা ঝাড়গ্রাম। ঝাড়গ্রামের বিধায়ক বীরবাহা হাঁসদাকে বন দফতরের স্বাধীন মন্ত্রী করা হয়েছে। তাঁর কথায়, ‘হাতি সংক্রান্ত বিষয়ে আধিকারিকদের নিয়ে বৈঠক হচ্ছে। ক্ষয়ক্ষতি এড়িয়ে মানুষ ও বন্যপ্রাণের সহাবস্থান সুনিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। জেলায় হাতির হানায় মৃত ১১৯ জনের পরিবারের সদস্যদের বন দফতরে নিয়োগের প্রক্রিয়াও শুরু হয়েছে।’ অন্যদিকে, জঙ্গলমহলে কুড়মি ও আদিবাসী সংগঠনগুলি নানা দাবিতে সরব হলেও তাদের পাশে নিয়ে এলাকায় শান্তি বজায় রাখতে বদ্ধপরিকর মুখ্যমন্ত্রী। তাঁদের বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠকও করেছেন মুখ্যমন্ত্রী। এই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর আসন্ন জঙ্গলমলহল সফর নিয়ে ঝাড়গ্রামে আগ্রহ ক্রমে বাড়ছে।

আরও পড়ুন- প্রণতিকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী

Latest article