জাগোবাংলার স্টলে ভিড়

ক্রান্তি পঞ্চায়েত সমিতির পরিচালনায় ও ক্রান্তি গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় এই সরকারি মেলা চলবে ৭ নভেম্বর পর্যন্ত।

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : ক্রান্তি ব্লকের ঐতিহ্যবাহী চেকেন্দা ভাণ্ডারী উদ্বোধনের পরই জাগোবাংলার স্টলে রেকর্ড ভিড়। মুখ্যমন্ত্রীর লেখা বই এবং জাগোবাংলার উৎসব সংখ্যা কিনতে আসছেন বহু মানুষ। ক্রান্তি পঞ্চায়েত সমিতির পরিচালনায় ও ক্রান্তি গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় এই সরকারি মেলা চলবে ৭ নভেম্বর পর্যন্ত। জাগোবাংলার স্টলের শুভ উদ্বোধন করেন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপ।

আরও পড়ুন-নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ, পার্টি অফিসে তালা, দল ছাড়ার হিড়িক

ছিলেন ধূপগুড়ির বিধায়ক নির্মলচন্দ্র রায়, জলপাইগুড়ি জেলা সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায়-সহ অন্যান্য নেতা নেত্রীরা। দলীয় কর্মীদের মধ্যে জাগোবাংলার স্টল থেকে মহুয়া গোপ দলীয় বইগুলি তুলে দেন। মহুয়া গোপ বলেন, মুখ্যমন্ত্রীর লেখা বই কিনতেই বহু মানুষ আসছেন স্টলে। এককথায় বলা যায়, রেকর্ড ভিড়।

Latest article