গোয়ায় নেত্রী ও অভিষেক, আজ প্রথম জনসভা

মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি প্রাক নির্বাচনী জোট করেছে তৃণমূলের সঙ্গে।

Must read

পানাজি : বছর ঘুরতেই গোয়ায় বিধানসভার নির্বাচন। সোমবার থেকেই জনসভার মধ্যে দিয়ে দ্বীপ রাজ্যে কার্যত নির্বাচনী প্রচার শুরু করে দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রয়েছে জোড়া সভা। সঙ্গে থাকছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। দু’জনেই রবিবার গোয়ায় পৌঁছেছেন।

আরও পড়ুন-লজ্জা! বিজেপির উন্নয়ন দেখাতে বারবার নকল বাংলার প্রগতির ছবি

গোয়েঞ্চি নভি সকাল। পুরো গোয়া এই হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে। মিডিয়ার দৌলতে গোয়াবাসী আগেই জেনেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন গোয়ায়। দলনেত্রী রবিবার গোয়ায় পৌঁছলেন বিকেল পাঁচটায়। এই নিয়ে দ্বিতীয়বার। তার আগেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও গোয়ায় পৌঁছে যান রবিবার দুপুরেই।

আরও পড়ুন-উদয়শঙ্কর নৃত্যোৎসব

সোমবার সকাল থেকেই একাধিক কর্মসূচি রয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্বের। ৪৮ ঘণ্টা আগেই গোয়ার মহিলাদের জন্য ঘোষণা হয়েছে ‘গৃহলক্ষ্মী কার্ড’। তা নিয়ে উন্মাদনা তুঙ্গে। বিজেপিকে হতভম্ব করে দিয়ে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের এই মাস্টার স্ট্রোক শোরগোল ফেলে দিয়েছে গোয়ায়। সোমবার গোয়ার বেনাউলিমে বিকেল সাড়ে তিনটেয় প্রথম জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

এই প্রথম রাজনৈতিক সভা গোয়ায়। স্বাভাবিকভাবেই সভায় কী বলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব, সে নিয়ে গোয়াবাসী ও রাজনৈতিক দলগুলির মধ্যে তুমুল কৌতূহল। তার আগে ডোনাপাওলায় ইন্টারন্যাশনাল সেন্টারে গোয়ার তৃণমূল নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন দলনেত্রী ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

আরও পড়ুন-গেরুয়া আক্রমণে ব্রিগেডিয়ার কন্যা

বিধানসভা নির্বাচনের আগে গোয়ায় কোন পথে কীভাবে দল চলবে, কোন বিষয়গুলিকে প্রচারে সামনের সারিতে তুলে আনতে হবে, সব নিয়েই হবে প্রাক নির্বাচনী কুশলী বৈঠক। দুপুর একটায় গোয়ার সংবাদমাধ্যমগুলির কর্তাদের সঙ্গে আলাপচারিতায় শামিল হবেন তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব।

গত সপ্তাহেই মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি প্রাক নির্বাচনী জোট করেছে তৃণমূলের সঙ্গে। সে নিয়ে গোয়ার রাজনীতিতে আলোচনা জল্পনা চলছেই। তৃণমূল শীর্ষ নেতৃত্বের এই গোয়া সফরে আর কোন রাজনৈতিক দল বা কোন কোন ব্যক্তিত্ব তৃণমূল কংগ্রেসের সঙ্গে বৈঠক করছেন বা দলে যোগ দিচ্ছেন কৌতূহল রয়েছে সেদিকেও।
মঙ্গলবারও পানাজি ও আসানোরাতে পরপর জনসভা করবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Latest article