সংশোধনাগার সংস্কারে চিঠি

কেন্দ্রীয়স্তরে দায়িত্বে থাকবে স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্মসচিব পর্যায়ের আধিকারিকের নেতৃত্বাধীন কমিটি এবং রাজ্যস্তরে বিষয়টি দেখবেন কারা বিভাগের ডিজি অথবা আইজি পর্যায়ের আধিকারিক।

Must read

নয়াদিল্লি : সংসদের দুই কক্ষে অপরাধী শনাক্তকরণ বিল পাশ হয়ে যাওয়ার পর এবার দেশের জেল বা সংশোধনাগার সংস্কার করতে চেয়ে রাজ্যগুলিকে বিশেষ নোট পাঠাল কেন্দ্রীয় সরকার। এই নোটের মাধ্যমে জেল বা সংশোধনাগারে নিরাপত্তা বৃদ্ধির জন্যে রাজ্যগুলিকে নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। জোর দেওয়া হয়েছে জেল আধুনিকীকরণে। কেন্দ্রীয় ও জেলা স্তরের জেল ছাড়া উপ সংশোধানাগার, এবং বিশেষ সংশোধানাগার রয়েছে এই তালিকায়।

আরও পড়ুন-নববর্ষের নবরবিকিরণে

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নোটে বলা হয়েছে, সংশোধনাগার বিচারব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। এখানে শুধুমাত্র অপরাধীদের বন্দি করে রাখা হয় তাই নয়, তাদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনতে এবং তাদের জীবনযাত্রা সংস্কারের কাজও হয়। এজন্য আধুনিকীকরণ জরুরি। নিরাপত্তা বৃদ্ধির সময়োপযোগী ব্যবস্থা গড়ে তুলতে আধুনিকীকরণ খাতে পাঁচ বছরের জন্য অর্থ বরাদ্দও করা হয়েছে কেন্দ্রের তরফে। স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, এই অর্থ ব্যয় করে জেল কর্তৃপক্ষ সপ্তাহে এক বা দুবার বিভিন্ন বিশেষজ্ঞদের জেলে নিয়ে আসতে পারবে। এই বিষয়ে কেন্দ্রীয়স্তরে দায়িত্বে থাকবে স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্মসচিব পর্যায়ের আধিকারিকের নেতৃত্বাধীন কমিটি এবং রাজ্যস্তরে বিষয়টি দেখবেন কারা বিভাগের ডিজি অথবা আইজি পর্যায়ের আধিকারিক।

Latest article