লকেটও সুবিধাভোগী, কেন তদন্ত নয়? ইডির কাছে নালিশ জানালেন কাউন্সিলর

Must read

প্রতিবেদন : এবার রোজভ্যালি-কাণ্ডে সামনে এল বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের (Locket chatterjee) নাম। অভিযোগ, ওই চিটফান্ড সংস্থার কাছ থেকে আর্থিক-সহ বিভিন্ন সময়ে একাধিক সুযোগ-সুবিধা নিয়েছেন তিনি। কেন লকেটকে গ্রেফতার করা হবে না? শুক্রবার এই মর্মে ইডি-দফতরে যান বিধাননগর কর্পোরেশনের এমআইসি তুলসী সিনহা রায় (Tulsi Sinha Roy)৷ তাঁর সঙ্গে আইনজীবীরাও ছিলেন। তাঁর অভিযোগ, ইডি বিভিন্ন তদন্তে যুক্ত হয়েছে, তারা তদন্ত করছে। আমরা দেখছি এই তদন্তে কিছু বিরোধী দলের লোকেদেরই বিশেষ করে টার্গেট করা হচ্ছে। তাই আমরা একটা নিরপেক্ষ তদন্ত চাইতে এসেছি। লকেট চট্টোপাধ্যায় (Locket chatterjee) রোজভ্যালির একজন বেনিফিশিয়ারি। এই ব্যাপারে তদন্ত যাতে নিরপেক্ষভাবে হয়, তার জন্য ইডি-দফতরে আবেদন জমা করেছি। তাঁর সংযোজন, এই তদন্ত করতে গিয়ে যদি কোনও সহযোগিতার প্রয়োজন হয় আমরা সহযোগিতা করব। আমাদের অভিযোগ, বিজেপি-সাংসদ লকেট চট্টোপাধ্যায় রোজভ্যালি থেকে প্রচুর সুযোগ-সুবিধা নিয়েছেন। অবিলম্বে লকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

আরও পড়ুন-বিধানসভায় দলের বিরুদ্ধে বিদ্রোহ বিজেপি বিধায়কের

Latest article