বেটি বাঁচাও-এ বিজ্ঞাপনী খরচ নিয়ে মোদি সরকারকে এক হাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Must read

প্রতিবেদন : গোয়ায় তিনদিনের সফরের দ্বিতীয় দিনে দলীয় কর্মিসভায় মোদি সরকারের বেটি বাঁচাও প্রকল্পের প্রচারকে এক হাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বাংলায় তৃণমূল সরকার কী কী উন্নয়নমূলক কাজ করেছে, আর কেন্দ্রের বিজেপি সরকার কীভাবে শুধুই ঢাক বাজিয়েছে- মঙ্গলবার, গোয়ার (Goa) কর্মিসভায় সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। এদিন মুখ্যমন্ত্রী জানান, বাংলায় সব মেয়েই রাজ্য সরকারের প্রকল্প ‘কন্যাশ্রী’-র সুবিধা পায়। তৃণমূল সরকার কোনও ভেদাভেদ করে না। এর পরেই মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে মমতা বলেন, বেটি বাঁচাওয়ের নামে কিছুই করেনি কেন্দ্র। তিনি অভিযোগ করেন, “‘কেন্দ্রের বেটি বাঁচাও, বেটি পড়াও’ কর্মসূচির 75% টাকা খরচ হয়ে যায় বিজ্ঞাপনে। বেটিদের জন্য আর কিছুই থাকে না।”

এদিন, বাংলার বিভিন্ন সরকারি প্রকল্পের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। দেশের মধ্যে সেরা রাজ্য বাংলা। সেখানে ৪০ শতাংশ বেকারি কমেছে বলে দাবি করেন মমতা। তিনি জানান, বাংলায় বিনামূল্যে সব ধরনের চিকিৎসা, বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য স্বাস্থ্যসাথী, বাড়ি বাড়ি বিনামূল্যে রেশন, কৃষকদের জন্য বছরে ১০ হাজার টাকা আর বর্গাদারদের ৪ হাজার টাকা দেওয়া হয়। কৃষকদের থেকে পুরো ধান কিনে সেটাই রেশন বণ্টন করা হয়। পোলট্রির ডিম কিনে মিড-ডে (Midday Meal) মিলে কাজে লাগানো হয় বলেও জানান মুখ্যমন্ত্রী।

বাংলা সব নির্বাচনী প্রতিশ্রুতি পালন করা হয়েছে। গোয়াতেও ক্ষমতায় আসার ছমাসের মধ্যে সব প্রতিশ্রুতি পালন করা হবে বলে আশ্বাস দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন, স্থানীয় ভাষায় তৃণমূলের স্লোগানও বেঁধে দেন নেত্রী।

Latest article