‘আমরা ভোট ভাগ করতে আসিনি, বিজেপির বিকল্প এটাই’ দাবি মমতার

গোয়ায় দীর্ঘদিন উন্নয়ন হয়নি বলেই তিনি আজ সেখানে উপস্থিত। 'অন্য দল গোয়ার উন্নয়ন করলে আসতাম না'- গোয়ার কর্মিসভায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এভাবেই ক্ষোভ উগরে দিলেন।

Must read

গোয়ায় দীর্ঘদিন উন্নয়ন হয়নি বলেই তিনি আজ সেখানে উপস্থিত। ‘অন্য দল গোয়ার উন্নয়ন করলে আসতাম না’- গোয়ার কর্মিসভায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এভাবেই ক্ষোভ উগরে দিলেন।

পাখির চোখ গোয়া বিধানসভা নির্বাচন। তার আগে গোয়া সফরে বিজেপির বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ের কথা তুলে ধরলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। মঙ্গলবার, দ্বীপরাজ্যে কর্মিসভা করেন মমতা। আর সেখানেই তিনি বলেন, “আমরা ভোট ভাগ করতে আসিনি। বিজেপির বিকল্প এটাই।”

আরও পড়ুন-আসছে আবার জোড়াফুলের ঝড়

বাংলার মুখ্যমন্ত্রী জানান, গোয়ায় দীর্ঘদিন উন্নয়ন হয়নি বলেই তাঁর আসা। বলেন,”অন্য দল গোয়ার উন্নয়ন করতে পারলে আসতাম না। ভেবেছি কেউ করবে। কিন্তু পারেনি। তাই এলাম।”

এরপরই কংগ্রেসের (Congress) বিরুদ্ধে আক্রমণ শাণান তৃণমূল সুপ্রিমো। বলেন, “ওরা বিজেপির (Bjp) সঙ্গে লড়াই করে না। আমার বিরুদ্ধে বাংলায় ভোটে লড়তে পারলে আমি কেন গোয়া আসতে পারব না? আমরা লড়াই করব। ওরা অর্ধেক লড়াই করে। আধা সমঝোতা করব না। বিজেপির বিরুদ্ধে সম্পূর্ণ লড়াই করব। দিল্লি থেকে দাদাগিরি চলবে না।” তবে একই সঙ্গে তিনি এও জানান বিজেপির বিরুদ্ধে লড়তে তিনি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছেন।

আরও পড়ুন-KMC 120: বিরোধীদের খুঁজে পাওয়া যাচ্ছে না, ডাবল হ্যাট্রিকের পথে বুয়া

মমতা জানতে চান, “লড়াই করব। মরব। কিন্তু পিছিয়ে যাব না।” একই সঙ্গে তৃণমূল নেত্রী বলেন, “গোয়ায় আমি মুখ্যমন্ত্রী হতে আসব না। অভিষেকও আসবে না। ডেরেক-মহুয়াকেও আসবে না। এখানকার মানুষই মুখ্যমন্ত্রী হবেন।” অর্থাৎ তিনি স্পষ্ট করে দেন স্থানীয় মানুষদের সমর্থন নেই সেখানে সরকার গড়বে তৃণমূল। তবে, বিজেপি বিরোধিতায় কোনো সমঝোতা নয়। প্রয়োজনে, বিজেপি বিরোধী যে কোনও দলকে নিয়ে এগিয়ে যেতে তিনি প্রস্তুত বলে এদিনের সভা থেকে বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Latest article