গাড়ির বকেয়া কর নিয়ে বৈঠক

Must read

প্রতিবেদন : পরিবহণে ওয়েভার স্কিমের দ্রুত এবং সফল রূপায়ণের লক্ষ্যে বৃহস্পতিবার উচ্চপর্যায়ের বৈঠক করলেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। কসবায় পরিবহণ দফতরের অফিসে। বৈঠকে ছিলেন সমস্ত জেলার আরটিও, এআরটিও, বাস ও ট্রাক অপারেটর সংগঠনের প্রতিনিধিরা। ছিলেন পরিবহণ সচিব সৌমিত্র মোহন। বিভিন্নরকম গাড়ির বকেয়া কর (car tax arrears), সিএফ এবং পারমিট রিনিউয়ালের টাকা মেটানোর ক্ষেত্রে জরিমানায় ছাড়ের যে সিদ্ধান্ত বুধবার নিয়েছেন মুখ্যমন্ত্রী, তা কীভাবে বাস্তবায়িত হবে তারই রূপরেখা স্থির হয় এদিনের বৈঠকে। পরিবহণমন্ত্রী পরিবহণ মালিকদের অনুরোধ করেছেন, বকেয়া করের (car tax arrears) টাকা যথাসময়ে মিটিয়ে করছাড়ের সুযোগের সদ্ব্যবহার করুন। নিজেদের ভারমুক্ত করে তুলুন।

আরও পড়ুন- টেট পরীক্ষার্থীদের জন্য নেই, গীতাপাঠকারীদের জন্য আছে

Latest article