সংকটমোচনে দুয়ারে মন্ত্রী

Must read

সংবাদদাতা, হাওড়া : মানুষকে পরিষেবা দিতে এবার দুয়ারে পৌঁছে গেলেন ক্রীড়া রাষ্ট্রমন্ত্রী ও শিবপুরের বিধায়ক মনোজ তেওয়ারি (Minister Manoj Tiwary)। এখন থেকে শিবপুর এলাকার বাসিন্দাদের কোনও প্রয়োজনে মন্ত্রীর সাক্ষাৎ পেতে কদমতলায় তৃণমূলের দলীয় কার্যালয়ে দৌড়তে হবে না। মানুষের কাছেই পৌঁছে যাচ্ছেন মন্ত্রী স্বয়ং। শিবপুর বিধানসভা এলাকার প্রতিটি ওয়ার্ডেই নিজস্ব জনসংযোগ অফিস খুলছেন মনোজ তেওয়ারি। শিবপুরের ১০টির মধ্যে ৮ ওয়ার্ডে তাঁর কার্যালয় চালু হয়ে গেছে। বাকি দুটি ওয়ার্ডেও কয়েকদিনের মধ্যে তাঁর জনসংযোগ অফিস চালু হয়ে যাবে। প্রতিটি ওয়ার্ডে তাঁর এই কার্যালয়ে বসে সংশ্লিষ্ট এলাকার মানুষদের সঙ্গে সাক্ষাৎ করছেন মনোজ তেওয়ারি। প্রতিটি অফিসেই সপ্তাহে অন্তত একদিন করে নির্দিষ্ট সময়ে বসছেন। সেখানকার বাসিন্দাদের সঙ্গে আলাপচারিতার পাশাপাশি তাঁদের যেকোনও সমস্যার সমাধানের দিশাও দিচ্ছেন তিনি। সোমবার ৮ নম্বর ওয়ার্ডের অফিসে বসে সেখানকার শতাধিক মানুষের সঙ্গে মিলিত হয়ে তাঁদের বিভিন্ন ধরনের সমস্যার কথা শুনে তা দ্রুত সমাধানেরও ব্যবস্থা করেন মন্ত্রী। আবার কারও কারও সঙ্গে স্রেফ গল্পেও মেতে ওঠেন তিনি।

আরও পড়ুন-বন্যপ্রাণ বাঁচাতে আদিবাসী শিকারিদের রুখল প্রশাসন

মন্ত্রী মনোজ তেওয়ারি (Minister Manoj Tiwary) বললেন, ‘আমি আগেই বলেছিলাম মানুষের দুয়ারে গিয়ে তাঁদের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের চেষ্টা করব। সেই অনুযায়ী আমি পাড়ায় পাড়ায় গিয়ে নিয়মিত মানুষের সঙ্গে যোগাযোগ রাখছি। এখন থেকে কাউকে আমার সঙ্গে দেখা করতে হলে দূরে যেতে হবে না। আমিই তাঁদের এলাকায় পৌঁছে যাব।’ মন্ত্রী এই উদ্যোগে বেজায় খুশি শিবপরের মানুষ। তাঁরা বলছেন, ‘এখন থেকে কোনও দরকারে বিধায়কের কাছে যেতে হলে দূরে কোথাও যেতে হবে না। বিধায়কই আমাদের পাড়ায় এসে সবার সঙ্গে কথা বলছেন। এমন দৃশ্য আগে কখনও দেখা যায়নি। এবারই প্রথম এই ব্যবস্থা চালু হল।’

Latest article