জমজমাট এমপি কাপ

Must read

প্রতিবেদন : জমজমাট ডায়মন্ড হারবার এমপি কাপ ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার সাড়ম্বরে শুরু হয় এবারের প্রতিযোগিতা। টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উদ্যোক্তা তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী ম্যাচে বাবুল সুপ্রিয়র নেতৃত্বাধীন ডায়মন্ড হারবার একাদশ ১-০ গোলে হারিয়ে দেয় মনোজ তিওয়ারির নেতৃত্বাধীন ফলতাকে। ডায়মন্ড হারবারের হয়ে জয়সূচক গোলটি করেন অভিষেক হালদার। প্রতিযোগিতা ঘিরে উৎসাহ তুঙ্গে। বিভিন্ন পুর ও ব্লক এলাকার দলগুলির জন্য সমর্থনের ঢেউ উপচে পড়ছে।

শনিবার প্রতিযোগিতার দ্বিতীয় দিন বিকেল থেকে রাত পর্যন্ত ছিল বিভিন্ন গ্রুপের একাধিক ম্যাচ। যার মধ্যে রানিয়া ও কামরার মধ্যে ম্যাচটি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। নির্ধারিত সময়ে খেলা ২-২ গোলে অমীমাংসিত থাকার পর টাইব্রেকার হয়। কিন্তু সেখানেও খেলার নিষ্পত্তি না হওয়ায় টসের মাধ্যমে জয়ী দল বেছে নেওয়া হয়। ম্যাচ জেতে রানিয়া। সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সফিকুল ইসলাম।

আরও পড়ুন : আজ সামনে কেরালা ব্লাস্টার্স, প্রথম জয়ের খোঁজে ইস্টবেঙ্গল

টাইব্রেকারে গড়ায় আরও একটি ম্যাচ। নস্করপুর ও চকমানিকের মধ্যে খেলা নির্ধারিত সময় ১-১ গোলে অমীমাংসিত থাকার পর টাইব্রেকারে চকমানিক ৪-২ ব্যবধানে হারিয়ে দেয় নস্করপুরকে। ম্যাচের সেরা হন রাহুল অধিকারী।

হরিণডাঙা ৪-০ গোলে বিধ্বস্ত করে বোলসিদ্ধিকে। হরিণডাঙার রাহুল কুদ্দুস ম্যাচের সেরার পুরস্কার পান। মশাট ৩-০ গোলে হারায় কানপুর ধানবেরিয়াকে। ম্যাচের সেরা হন মশাটের সায়ন দত্ত। বজবজ পুরসভা ৬-০ গোলে উড়িয়ে দেয় উত্তর রায়পুরকে। তারক হেমব্রম হয়েছেন ম্যাচের সেরা। কেএমসি ১৪১ ওয়ার্ড ৪-১ গোলে হারায় কেএমসি ১৪০ ওয়ার্ডকে। দুই গোল করে ম্যাচের সেরা নির্বাচিত হন রুদ্র নারায়ণ। কেএমসি ওয়ার্ড ১৩৯ ও ওয়ার্ড ১৩৮-এর মধ্যে খেলায় ৭-০ গোলে জয়ী ওয়ার্ড ১৩৯। দুই গোল করে ম্যাচের সেরা ইমরান।

Latest article