মোদির জমানায় বাড়ছে মুসলিম-বিদ্বেষ, অভিযোগ বিজেপি শাসিত রাজ্যেই

গত বছরের ৬৬৮টি ঘটনা নথিভুক্ত করে ওই সংস্থা দাবি করেছে, অতীতে কখনও এমন পরিস্থিতি তৈরি হয়নি ভারতে। আর সবক’টি অভিযোগ আসছে বিজেপি শাসিত রাজ্যগুলি থেকেই।

Must read

প্রতিবেদন : মোদি জমানায় দেশজুড়ে ধর্মীয় অসহিষ্ণুতা, সাম্প্রদায়িক মেরুকরণ, বিভেদ-বৈষম্যের বিষ বেড়েই চলেছে। রাজনৈতিক উদ্দেশ্যে পরিকল্পিত প্ররোচনা তৈরি করে ধর্মীয় সংখ্যালঘুদের উপর অবিচারের ঘটনা ঘটছে। সেইসঙ্গে ভারতে মুসলিমদের প্রতি বিদ্বেষমূলক ঘৃণা-ভাষণের ঘটনা বাড়ছে। এসবই হচ্ছে গোটা বিশ্বের রাজনৈতিক অবস্থার প্রেক্ষিতে বর্তমান বিজেপি শাসনকালে। দেশে সাম্প্রদায়িক বৈষম্যের এই উদ্বেগজনক ছবি ধরা পড়ল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংস্থার গবেষণাভিত্তিক রিপোর্টে। মার্কিন গবেষণা সংস্থা ‘ইন্ডিয়া হেটল্যাব’ তাদের প্রকাশিত রিপোর্টে জানিয়েছে, মুসলিমদের প্রতি ঘৃণা, বিদ্বেষ প্রকাশের ঘটনাগুলি অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। ২০২৩ সালে দেশজুড়ে এই প্রবণতা অস্বাভাবিক হারে বেড়েছে। গত বছরের ৬৬৮টি ঘটনা নথিভুক্ত করে ওই সংস্থা দাবি করেছে, অতীতে কখনও এমন পরিস্থিতি তৈরি হয়নি ভারতে। আর সবক’টি অভিযোগ আসছে বিজেপি শাসিত রাজ্যগুলি থেকেই।

আরও পড়ুন-ফৌজদারি বিচারব্যবস্থা নিজেই মূর্তিমান শাস্তি! মন্তব্য সুপ্রিম কোর্টের

মার্কিন গবেষণা সংস্থার সমীক্ষায় উঠে এসেছে, ২০২৩ সালের প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধে ভারতে মুসলিমদের প্রতি ঘৃণামূলক বক্তব্য ৬২ শতাংশ বেড়ে গিয়েছে। ৬৬৮টি ঘটনার মধ্যে ২০২৩-এর প্রথম ছয় মাসেই ঘটেছে ২৫৫টি ঘটনা। পরের ছয় মাসে আরও ৪১৩টি। এই ঘৃণামূলক বক্তব্য বেড়ে যাওয়ার ক্ষেত্রে ইজরায়েল ও প্যালেস্টাইনের মধ্যে চলতি সংঘাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে উল্লেখ করেছে ওই মার্কিন সংস্থা। গত বছরের ৭ অক্টোবর থেকে ইজরায়েল ও হামাসের মধ্যে যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়েছে তার অভিঘাত এদেশেও সাম্প্রদায়িক অভিঘাত তৈরি করেছে বলে রিপোর্টে উল্লেখ। গত বছরের অক্টোবরে শুরু হওয়া প্যালেস্টাইন ও ইজরায়েলের যুদ্ধ গোটা বিশ্বের রাজনৈতিক মহলেও নতুন আলোড়ন তৈরি করেছে। প্রথমদিকে এই যুদ্ধে সরাসরি ইজরায়েলের পক্ষ নিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। পরে আন্তর্জাতিক স্তরে বিরূপ প্রতিক্রিয়ার আশঙ্কায় ভারত–প্যালেস্টাইনের দীর্ঘদিনের সম্পর্কের কথা উল্লেখ করে ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টা করেন। মার্কিন সংস্থার দাবি, নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারের সময় থেকেই ভারতে মুসলিম বিদ্বেষের হার উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। গবেষণায় উঠে এসেছে, ৬৬৮টি ঘৃণামূলক ভাষণের মধ্যে ৭৫ শতাংশ ঘটনাই ঘটেছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে। অ-বিজেপিশাসিত রাজ্যে- ১৭০টি, জাতীয় রাজধানী দিল্লিতে- ৩৭টি এবং কেন্দ্রীয় সরকার-শাসিত অঞ্চলে- ৮টি বিদ্বেষমূলক বক্তব্যের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন-বিজেপিকে ভোট দিন, নইলে নরকে যাবেন, গেরুয়া সাংসদের হুমকি

বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রে মুসলিমদের প্রতি সবচেয়ে বেশি ঘৃণামূলক ভাষণ দেওয়ার অভিযোগ উঠেছে। মহারাষ্ট্রে মুসলিমদের প্রতি বিদ্বেষমূলক বক্তব্য রাখার ঘটনা ঘটেছে ১১৮টি। পাশাপাশি উত্তরপ্রদেশে এই ধরনের ঘটনা ঘটেছে ১০৪টি এবং মধ্যপ্রদেশে ৬৫টি। ঘৃণাভাষণ প্রচারের নিরিখে এগিয়ে থাকা তিন রাজ্যই বিজেপি শাসিত। রিপোর্টে পেশ করা পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে, ২০২৩ সালে যতগুলি ঘৃণামূলক ভাষণের ঘটনা ঘটেছে, তার ৪৩ শতাংশই ঘটেছে এই তিন বিজেপি রাজ্যে।

Latest article