হায়দরাবাদে পরিযায়ী শ্রমিকের মৃত্যু তৎপর শ্রমিক কল্যাণ দফতর

বিডিও রজতরঞ্জন দাস জানান, দফতরের তরফে পরিবারের সঙ্গে কথা বলতে কাঁটাগরিয়া যান কর্মীরা। আমরা আশ্বস্ত করেছি, সমস্ত সরকারি সুবিধা পরিবার পাবে।

Must read

সংবাদদাতা, নলহাটি : হায়দরাবাদে কাজে গিয়ে বুধবার নলহাটি ২ ব্লকের ভদ্রপুর ২ গ্রাম পঞ্চায়েতের কাঁটাগড়িয়া গ্রামের মহাকালপাড়ার এক পরিযায়ী শ্রমিকের ওয়াসিম আক্রম (২৪) মৃত্যুর খবর আসতেই শোকের ছায়া পরিবার ও এলাকায়। এই খবর পেয়েই নলহাটি ২ ব্লকের শ্রমিককল্যাণ বিভাগ তৎপর হল। বিডিও রজতরঞ্জন দাস জানান, দফতরের তরফে পরিবারের সঙ্গে কথা বলতে কাঁটাগরিয়া যান কর্মীরা। আমরা আশ্বস্ত করেছি, সমস্ত সরকারি সুবিধা পরিবার পাবে।

আরও পড়ুন-মোদির জমানায় বাড়ছে মুসলিম-বিদ্বেষ, অভিযোগ বিজেপি শাসিত রাজ্যেই

মৃত ওয়াসিমের মা কুরসিয়া বিবি বলেন, ব্লক থেকে অফিসার এসে আমাদের আশ্বস্ত করেছেন। তৃণমূলের তরফেও একজন ফোন করে আমাদের খবর নেন। ফেব্রুয়ারির পাঁচ তারিখ হায়দরাবাদে লরির চালকের কাজ করতে যান আক্রম। লরির ওপর উঠতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে গত মঙ্গলবার মৃত্যু হয় তাঁর। বুধবার ভোরে মৃতদেহ আনতে যান বাড়িতে। আক্রমের স্ত্রী আয়েসা জুলেখা দুই নাবালক সন্তান নিয়ে পড়েছেন আতান্তরে। বারবার সজ্ঞা হারাচ্ছেন। বড় ছেলে শরিফ চতুর্থ শ্রেণিতে পড়ে। ছোট ছেলে সাহিদের সবে অক্ষর পরিচয় হয়েছে। বাবা মহম্মদ আলমও লরি চালাতেন। লরি থেকে পড়ে স্নায়ুর রোগে অথর্ব হয়ে শয্যাগত। ছেলের মৃত্যুতে এখন অথৈ জলে পড়ল সংসার।

Latest article