রেলের উদাসীনতায় দুর্ভোগে মানুষ, ফুটব্রিজ নিয়ে আন্দোলনের হুমকি

বারবার প্রতিশ্রুতি দিয়েও এখনও ফুটব্রিজ তৈরি না করায় তৃণমূল কাউন্সিলর শেখ নুরুল আলম আন্দোলনের হুঁশিয়ারি দিলেন রেলকে।

Must read

সংবাদদাত, বর্ধমান : গত বছর ফেব্রুয়ারিতে বর্ধমান স্টেশনের ওপর শতবর্ষের পুরনো রেল ওভারব্রিজ ভেঙে ফেলার পর কেটে গেছে এক বছর। বারবার প্রতিশ্রুতি দিয়েও এখনও ফুটব্রিজ তৈরি না করায় তৃণমূল কাউন্সিলর শেখ নুরুল আলম আন্দোলনের হুঁশিয়ারি দিলেন রেলকে। মানুষের স্বার্থে বেশ কিছুদিন ধরে তিনি রেল দফতরে ব্রিজের কাজ শুরুর জন্য চিঠি দিচ্ছেন।বুধবারও দেন।

আরও পড়ুন-হায়দরাবাদে পরিযায়ী শ্রমিকের মৃত্যু তৎপর শ্রমিক কল্যাণ দফতর

তিনি জানান, বিশেষভাব সক্ষম,বৃদ্ধ ও ছাত্রছাত্রীদের স্বার্থে তাঁর দেওয়া চিঠির উত্তরের জন্য ১০ দিন অপেক্ষা করবেন। সদুত্তর না পেলে এলাকার মানুষকে নিয়ে বর্ধমান স্টেশন অভিযান-সহ গণআন্দোলন গড়ে তুলবেন। বর্ধমান স্টেশনের ওপর শতবর্ষপ্রাচীন সেতুর বিপজ্জনক ভগ্নাবস্থা হলে তাকে ভেঙে ফেলা এবং পরিবর্তে পাশেই ফ্লাইওভার তৈরির সিদ্ধান্ত নেয় রেল। পুরনো ব্রিজ ভাঙা হলেও ফ্লাইওভার নির্মাণের পাশাপাশি ৬ মাসের মধ্যে নতুন ফুটব্রিজ তৈরির কথা ঘোষণা করে রেল। ইতিমধ্যে জমি হস্তান্তর পর্ব মিটলেও এখনও তা তৈরি না হওয়ায় এবার আন্দোলনের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন মানুষ। ফুট ব্রিজ না থাকায় রেলের দুপাড়ের হাজার হাজার মানুষ প্রতিনিয়ত বিভিন্ন সমস্যায় পড়ছেন অথচ রেল উদাসীন।

Latest article