সুখবর, ১৭ দিন পর খুলে গেল ১০ নম্বর জাতীয় সড়ক

রাস্তাটি ফের চালু করার জন্য জোর কদমে মেরামতির কাজ শুরু হয়। কাজ এখনো শেষ না হলেও আংশিক ভাবে শর্তসাপেক্ষে রাস্তাটি খুলে দেওয়া হয়েছে

Must read

১০ নম্বর জাতীয় সড়ক (National Highway) ১৭ দিন বন্ধ ছিল। অনেকটাই পরিস্থিতি সামলে সপ্তমীর সকালে চালু হল জাতীয় সড়ক । বলা যায়, বাংলা–সিকিমের লাইফলাইন এই হাইওয়ে। গ্যাংটক এবং শিলিগুড়ির মধ্যে যোগাযোগকারী রাস্তা এটা। এই জাতীয় সড়ক মেরামতির কাজ এখনও বাকি। জাতীয় সড়ক নম্বর ১০-এ কাজ চলছে। তিস্তা থেকে শেঠিঝোরা পর্যন্ত চালু করা হয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। গাড়ি চলাচল শুরু করতে হয়েছে তাই অনেকটাই সুবিধা হবে পশ্চিমবঙ্গের পর্যটকদের।

আরও পড়ুন-কলমটা এখনও আছে

কিন্তু থাকছে বেশ কিছু সতর্কতা। এখনই এই রাস্তায় বড় গাড়ি চলতে পারবে না। আপাতত এই জাতীয় সড়কের একটিমাত্র লেন খোলা থাকবে। সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ওই রাস্তায় গাড়ি চলতে পারবে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী,ছোট এবং হালকা যানবাহনগুলি শিলিগুড়ির দিকে রংপো, মেল্লি, তিস্তা সেতু থেকে সেঁথিঝোড়া যাওয়ার সময় একটি লেনে যেতে পারবে।

আরও পড়ুন-পদ্ম গোখরো

প্রসঙ্গত, গত ৪ অক্টোবর হড়পা বানের ফলে একপ্রকার ধ্বংস হয়ে গিয়েছিল সিকিম। শিলিগুড়ি থেকে তিস্তা বাজার হয়ে সিকিমে যেতে ১০ নম্বর জাতীয় সড়ক দিয়ে যেতে হয়। গত ৪ অক্টোবরের হড়পা বানে এই রাস্তাটি শেষ হয়ে গিয়েছিল। রাস্তাটি ফের চালু করার জন্য জোর কদমে মেরামতির কাজ শুরু হয়। কাজ এখনো শেষ না হলেও আংশিক ভাবে শর্তসাপেক্ষে রাস্তাটি খুলে দেওয়া হয়েছে।

Latest article