নিরপেক্ষ সিআইডি, সুপ্রিম কোর্টে ধাক্কা বিচারপতির স্বামীর

প্রতাপ দে-র আবেদন সরাসরি খারিজ করে দিয়ে সিআইডিকেই তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। মামলার পরবর্তী শুনানি ১২ জানুয়ারি।

Must read

প্রতিবেদন : শীর্ষ আদালতে রীতিমতো ধাক্কা খেলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামী প্রতাপ দে। সুপ্রিম কোর্টে সোমবার খারিজ হয়ে গেল তাঁর আবেদন। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিল, সিবিআই নয়, তাঁর বিরুদ্ধে আপাতত তদন্ত চালিয়ে যাবে সিআইডি-ই। কারণ, তারা নিরপেক্ষভাবেই দক্ষতার সঙ্গে তদন্ত করছে৷

আরও পড়ুন-শহর সাজিয়েও বিদ্যুতের খরচে লাগাম কলকাতা পুরসভার, বছরে সাশ্রয় ৫০ কোটি টাকা

সম্পত্তি সংক্রান্ত একটি মামলায় তাঁর বিচারপতি স্ত্রীর ক্ষমতা অপব্যবহারের অভিযোগ তুলে আইনজীবী প্রতাপ দে-র বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক বিধবা মহিলা এবং তাঁর মেয়ে। আদালতের নির্দেশে এই মামলার তদন্ত চালিয়ে যায় সিআইডি। বিচারপতির স্বামীকে তলব করেন তদন্তকারী আধিকারিকরা। কিন্তু এই মামলা সিবিআই-এর হাতে তুলে দেওয়ার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে যান বিচারপতির স্বামী। এদিন ছিল সেই মামলার শুনানি। প্রতাপ দে-র আবেদন সরাসরি খারিজ করে দিয়ে সিআইডিকেই তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। মামলার পরবর্তী শুনানি ১২ জানুয়ারি।

Latest article