নতুন বিদেশ মন্ত্রী

Must read

বছর শেষের আগেই চিনের বিদেশ মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন ওয়াং ই। তাঁর জায়গায় দেশের নতুন বিদেশ মন্ত্রী হলেন প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিশ্বস্ত তথা মার্কিন যুক্তরাষ্ট্রে চিনের রাষ্ট্রদূত শিন গ্যাং (Qin Gang)। দায়িত্ব নেওয়ার পরই চিনের নতুন বিদেশ মন্ত্রীকে (Qin Gang) একাধিক চ্যালেঞ্জ সামাল দিতে হবে বলেই মনে করছেন কূটনীতিবিদেরা। গত এক দশক ধরে চিনের বিদেশ মন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছিলেন ৬৯ বছরের ওয়াং ই। কূটনীতিবিদদের কাছে তিনি অত্যন্ত ঠাণ্ডা মাথার মানুষ হিসেবেই পরিচিত ছিলেন। চিনের তাইওয়ান বিষয়ক অফিসের পরিচালক ও জাপানে চিনা রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের পরে ২০১৩ সালের ১৬ মার্চ বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের এগারোতম বিদেশ মন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন ওয়াং ই। তবে পলিটব্যুরোর সদস্য হিসেবে চিনের বিদেশ নীতি তিনিই ঠিক করবেন।

আরও পড়ুন-পেলেকে শ্রদ্ধাজ্ঞাপন আজ, শেষকৃত্য কাল

Latest article