উদাসীন রেল, মার খাচ্ছে রিসর্ট ব্যবসা

অভিযোগ একনজরে ১) উত্তরবঙ্গের পর্যাপ্ত ট্রেন নেই ২) কনফামর্ড টিকিট নিয়ে সমস্যা ৩) অনিয়মিত ট্রেন ৪) স্পেশ্যাল ট্রেনের ভাবনা নেই

Must read

প্রতিবেদন : পর্যাপ্ত ট্রেন নেই। সংরক্ষিত কামরার জন্য মিলছে না কনফামর্ড টিকিট। পুজোর ছুটিতে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেও পিছিয়ে আসতে হচ্ছে পর্যটকদের। আর তারই প্রভাব পড়ছে হোটেল রিসর্ট ব্যবসায় (Hotel Resort Business)। রাজ্য সরকার যেখানে পর্যটন ব্যবসাকে চাঙ্গা করার চেষ্টা করছে, সেখানে কেন্দ্রের উদাসীনতায় তা থমকে যাচ্ছে। পর্যটকদের অভাবে পুজোর মরশুমে কোনও বুকিং পাচ্ছেন না লাটাগুড়ি, ধূপঝোরা, মূর্তি, পানঝোরা, থেকে আলিপুরদুয়ারের ফালাকাটা, মাদারিহাট, বীরপাড়া, কালচিনি-সহ উত্তরবঙ্গের হোটেল ব্যবসায়ীরা। ফাঁকা পড়ে রয়েছে ঘর। এর জন্য তাঁরা দায়ী করছেন রেলকে। উত্তরবঙ্গের ট্রেন বৃদ্ধির দাবি বহুদিন ধরেই জানিয়ে আসছেন যাত্রীরা। কলকাতার শিয়ালদহ স্টেশনে যাত্রীদের তরফে ট্রেন বৃদ্ধির দাবি জানিয়ে দেওয়া হয়েছে স্মারকলিপিও। কিন্তু এরপরেও কোনও হেলদোল নেই রেলের। যেক’টি ট্রেন রয়েছে তার রক্ষণাবেক্ষণ এবং সময় নিয়েও বিস্তর অভিযোগ রয়েছে যাত্রীদের। পর্যটন ব্যবসীয়ারাও (Hotel Resort Business) কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন। ডুয়ার্স ট্যুরিজম ডেভলপমেন্ট ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক দিব্যেন্দু দেব বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যটন ব্যবসায়ীদের জন্য ভেবেছেন। হোমস্টে করার জন্য রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছে অনুদানও। কিন্তু পর্যাপ্ত ট্রেনের অভাবে থমকে যাচ্ছে পর্যটন ব্যবসা। কেন্দ্রীয় সরকার জিনিসপত্রের দাম বাড়াতে ব্যস্ত, সাধারণ মানুষের কথা চিন্তা করে না। ছুটির মরশুমে যেখানে স্পেশ্যাল ট্রেন দেওয়া উচিত সেখানে পর্যাপ্ত ট্রেন দিতে না পারায় পর্যটক থেকে ব্যবসায়ী সকলেই ক্ষুব্ধ।

আরও পড়ুন: কাশীপুরে তরুণের আত্মহত্যা নিয়ে রাজনীতির চেষ্টা, এবার কেন নিশ্চুপ

Latest article