দ্বিতীয় দিনে জমজমাট চলচ্চিত্র উৎসব

হৃষিকেশ মুখোপাধ্যায়ের জন্মশতবর্ষ উপলক্ষে রবীন্দ্রসদনে প্রদর্শিত হয় ‘মিলি’। সাতের দশকের ছবিটি ঘিরে চোখে পড়ল উন্মাদনা

Must read

প্রতিবেদন : শুক্রবার ছিল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিন। জমজমাট ছিল নন্দন চত্বর। প্রায় প্রতিটি প্রেক্ষাগৃহে দর্শক সমাগম ছিল উল্লেখ করার মতো। হৃষিকেশ মুখোপাধ্যায়ের জন্মশতবর্ষ উপলক্ষে রবীন্দ্রসদনে প্রদর্শিত হয় ‘মিলি’। সাতের দশকের ছবিটি ঘিরে চোখে পড়ল উন্মাদনা। দর্শকদের ভিড়ে মিশে ছিলেন নতুন প্রজন্মের কয়েকজন। বাংলা প্যানোরামা বিভাগে রবীন্দ্রসদনে দেখানো হয় রাতুল মুখোপাধ্যায় পরিচালিত ‘ইকিড় মিকিড়’। দর্শক সমাগম ছিল চোখে পড়ার মতো। ছবি শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হন পরিচালক এবং ছবির কলাকুশলীরা। বেলজিয়ামের ছবি ‘ক্লোজ’। পরিচালক লুকাস ধোন্ত। দেখানো হয় নন্দন-১ প্রেক্ষাগৃহে। ছবি শুরুর আগে দর্শকদের দীর্ঘ লাইন চোখে পড়ে। পূর্ণ প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শিত হয়।

আরও পড়ুন-হাইকোর্টে আবারও প্রশ্নের মুখে সিবিআই

এদিনের সন্ধ্যায় সিনেপ্রেমীদের আগ্রহ দেখা যায় বাংলাদেশের কাহিনিচিত্র ‘হাওয়া’ ঘিরে। ছবিটি দেখানো হয় নন্দন-১ প্রেক্ষাগৃহে। প্রদর্শনের আগে ছবির পরিচালক মেজবাউর রহমান সুমন, অভিনেতা চঞ্চল চৌধুরী সহ ছবির কলাকুশলীদের সংবর্ধিত করেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, তথ্য ও সংস্কৃতি বিভাগের সচিব শান্তনু বসু, উৎসবের চেয়ারপার্সন রাজ চক্রবর্তী প্রমুখ। প্রত্যেকেই সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। প্রসঙ্গত, শুক্রবার ছিল বাংলাদেশের বিজয় দিবস। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি সভাঘরে অনুষ্ঠিত হয় টক শো। ছিলেন অরিন্দম শীল এবং ইন্দ্রনীল চক্রবর্তী। একতারা মুক্তমঞ্চে আয়োজিত হয় ফিল্ম ক্যুইজ। সাধারণ দর্শকদের পাশাপাশি ঘুরে ঘুরে ছবি দেখেন বহু বিশিষ্ট মানুষ।

Latest article