নাগরিক দাবি মেনে শুরু কাজ

Must read

সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর: পাড়ায় সমাধান প্রকল্পে কাজের অনুমোদন দেওয়া শুরু হল দক্ষিণ দিনাজপুরে। উল্লেখ্য, দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন অঞ্চলে দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হয়, সেখানে পাড়ায় সমাধানের স্টল ছিল। যেখানে সাধারণ মানুষ তাঁদের সমস্যা সমাধানের জন্য আবেদন জানিয়েছিলেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সব মিলিয়ে আবেদন জমা পড়েছে ৫২১টি। যার মধ্যে চারটি কাজের অনুমোদন ইতিমধ্যেই দিয়ে দিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন।

আরও পড়ুন : সংখ্যালঘু্দের এগিয়ে দিল রাজ্য

অনুমোদন দেওয়া এই কাজগুলোর মধ্যে রয়েছে তপন গ্রামীণ হাসপাতালের অপারেশন থিয়েটারের ছাদ, হাসপাতালের ফটক ও প্রতীক্ষালয়ের কাজ। এছাড়াও কুশমন্ডির মালিগাঁওয়ের একটি স্বাস্থ্যকেন্দ্রের বহির্বিভাগ সংস্কারের কাজও রয়েছে। জেলাশাসক আয়েষা রানী জানিয়েছেন, ‘পাড়ায় সমাধান প্রকল্পে ৫২১টি স্কিমের মধ্যে যে কাজগুলি পাঁচ লাখ টাকার নীচে, সেগুলির টেন্ডার ডাকা হচ্ছে।’ জানা গিয়েছে, এমন কাজের সংখ্যা ২৯৮টি। তিনি এও জানান, কিছু স্বাস্থ্য স্কিমের কাজও নেওয়া হয়েছে।

Latest article