মুণ্ডেশ্বরীতে পাকা সেতু এ বছরেই

সেই অনুযায়ী শনিবার এলাকা পরিদর্শন করে দ্রুত কাজ শুরুর কথা জানালেন জনস্বাস্থ্য কারিগরি ও পূর্তমন্ত্রী পুলক রায়।

Must read

সংবাদদাতা, হাওড়া : বাম জমানা থেকেই হাওড়ার দ্বীপাঞ্চল হিসেবে পরিচিত ঘোড়াবেড়িয়া-চিৎনান ও ভাটোরা পঞ্চায়েতের বাসিন্দাদের সঙ্গে জেলার মূল ভূখণ্ডের সরাসারি যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন। বাঁশের সেতু বা খেয়াই ভরসা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে মুণ্ডেশ্বরী নদীর ওপর পাকা সেতু তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই অনুযায়ী শনিবার এলাকা পরিদর্শন করে দ্রুত কাজ শুরুর কথা জানালেন জনস্বাস্থ্য কারিগরি ও পূর্তমন্ত্রী পুলক রায়।

আরও পড়ুন-সিআইডির সাফল্য, গরুপাচার মামলায় ধৃত খাটালমালিক

পুলকের সঙ্গে ছিলেন বিধায়ক সুকান্ত পাল, দফতরের প্রধান সচিব অন্তরা আচার্য, জেলাশাসক মুক্তা আর্য প্রমুখ। মুণ্ডেশ্বরীর ওপর প্রস্তাবিত সেতু কীভাবে তৈরি হবে তা ঘুরে দেখেন পূর্তমন্ত্রী। এরপর প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠকও করেন। সেখানেই তিনি চলতি বছরে সেতু তৈরির কাজ শুরুর কথা জানান। ইতিমধ্যে এই সেতু তৈরির প্রয়োজনীয় জমি অধিগ্রহণের কাজ শেষ হয়েছে। ক্ষতিপূরণের চেক বিলিও চলছে। সেতুর জন্য ২৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সেতুটি হলে উপকৃত হবেন প্রায় ৬০ হাজার মানুষ। বিধায়ক সুকান্ত পাল বলেন ‘বাম জমানায় ওই সেতু তৈরির কোনও উদ্যোগই নেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী এখানে এসে দ্রুত সেতু তৈরির কথা জানিয়েছিলেন। তাঁর প্রতিশ্রুতি মতো এই সেতু শীঘ্রই তৈরির কাজ শুরু হচ্ছে।’

Latest article