রাহুল স্যার বলেন, টিকে থাকতে হবে

কীর্তি গড়ে শ্রেয়স

Must read

কানপুর, ২৮ নভেম্বর : স্বপ্নের টেস্ট অভিষেক। প্রথম ইনিংসে ১০৫ রানের পর দ্বিতীয় ইনিংসে ৬৫। তার চেয়েও বড় কথা, দুই ইনিংসেই শ্রেয়স আইয়ারকে ব্যাট করতে হয়েছে প্রবল চাপের মুখে। এদিন যখন ক্রিজে পা রেখেছিলেন, তখন ভারতের রান ৩ উইকেটে ৪১। কিছুক্ষণের মধ্যেই সেটা হয়ে গিয়েছিল ৫ উইকেটে ৫১ রান! ওই পরিস্থিতি থেকে প্রথম রবিচন্দ্রন অশ্বিন ও পরে ঋদ্ধিমান সাহার সঙ্গে মূল্যবান দুটো পার্টনারশিপ গড়ে দলকে স্বস্তি দিয়েছিলেন শ্রেয়স।

আরও পড়ুন-শ্রেয়স-ঋদ্ধি জুটিতে জয়ের হাতছানি

যদিও তিনি বলছেন, ‘‘এমন পরিস্থিতিতে আগেও ব্যাট করেছি। তবে ভারতের হয়ে নয়, মুম্বইয়ে হয়ে খেলার সময়। তাই খুব বেশি চাপ নিইনি।’’ শ্রেয়স আরও বলেন, ‘‘রাহুল স্যার আমাকে বলেছিলেন, ক্রিজে গিয়ে যত বেশি সম্ভব বল খেলতে। আমি সেই কাজটাই করার চেষ্টা করেছি।’’ নিউজিল্যান্ডের সামনে ২৮৪ রানের টার্গেট দিয়েছে ভারত। যা তাড়া করতে নেমে চতুর্থ দিনের শেষে ১ উইকেটে ৪ রান করেছে কিউয়িরা। শ্রেয়স বলছেন, ‘‘আমাদের ধারণা ছিল, এই পিচে আড়াইশো রানের লিডই যথেষ্ট ভাল। সেই তুলনায় হাতে আরও বাড়তি কিছু রান রয়েছে।’’ তিনি আরও যোগ করেছেন, ‘‘উইকেটে বল পড়ে নিচু হচ্ছে। আমাদের স্পিন বিভাগ দারুণ শক্তিশালী। আশা করি, কাল নিজেদের কাজটা ঠিকঠাক করতে পারব।’’

Latest article