বিকেলের বৃষ্টিতে স্বস্তি শহরে

Must read

প্রতিবেদন : জুন মাস শেষ হয়ে ক্যালেন্ডারে জুলাই এসে গিয়েছে। এখনও ভারী বৃষ্টির দেখা নেই কলকাতা (Rainfall-Kolkata) সহ দক্ষিণবঙ্গে। আকাশের মুখ ভার থাকলেও সেভাবে বৃষ্টি হচ্ছে না কলকাতা বা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷ বিক্ষিপ্ত বৃষ্টিতে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়ছে৷ এই পরিস্থিতিতে শনিবার বিকেলে এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির মুখ দেখল শহর কলকাতা। কলকাতার (Rainfall- Kolkata) পাশাপাশি উত্তর ২৪ পরগনার কয়েকটি জায়গা থেকেও হাল্কা বৃষ্টির খবর এসেছে। তবে প্রয়োজনের তুলনায় তা অতি সামান্য বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। প্রবল বর্ষণে উত্তরবঙ্গ ভাসলেও দক্ষিণবঙ্গে তুলনামূলক ভাবে বৃষ্টি কম। আবহাওয়া দফতর সূত্রে খবর, জুন মাসে উত্তরবঙ্গে স্বাভাবিকের তুলনায় ৫৯ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। উল্টোদিকে, দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টির ঘাটতির পরিমাণ ৪৮ শতাংশ। কলকাতায় এই ঘাটতির পরিমাণ প্রায় ৫৯ শতাংশের কাছাকাছি। শনিবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে একটি নিম্নচাপ অক্ষরেখা ও ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ওড়িশার উত্তর উপকূলে।

আরও পড়ুন: এবার কলকাতা পুরসভায় চালু হচ্ছে ক্যানসার স্ক্রিনিং সেন্টার

Latest article