আর জি করে প্রসূতিদের বিশেষ ব্যবস্থা

প্রসূতিদের জন্য আরও ভাল পরিকাঠামো তৈরি করল আর জি কর মেডিক্যাল কলেজ। বিশ্ব স্বাস্থ্য দিবসের প্রেক্ষিতে এই উদ্যোগ।

Must read

প্রতিবেদন : প্রসূতিদের জন্য আরও ভাল পরিকাঠামো তৈরি করল আর জি কর মেডিক্যাল কলেজ। বিশ্ব স্বাস্থ্য দিবসের প্রেক্ষিতে এই উদ্যোগ। শুক্রবার হাসপাতালের গাইনোকলজি বিভাগে একটি ইউএসজি কক্ষ, অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য একটি আউটডোর এবং প্রসবকালীন সময়ের জন্য একটি এমার্জেন্সি রুমের উদ্বোধন করা হয়। চিকিৎসকদের মতে, প্রসবের সময় বিভিন্ন ধরনের ভীতিতে ভোগেন মায়েরা।

আরও পড়ুন-চলে গেলেন চিবুজোর, শোকার্ত চিমা-এমেকা

প্রসবের আগে মানসিকভাবে দুর্বল হয়ে যাওয়া একজন অন্তঃসত্ত্বা মহিলার পক্ষে ক্ষতিকারক বলে জানান তাঁরা। আর সেই কথা বিবেচনা করেই অন্তঃসত্ত্বা মহিলাদের সুচিকিৎসার ব্যবস্থা করতেই এই পদক্ষেপ নিল আর জি কর হাসপাতাল। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বিধায়ক ডাঃ সুদীপ্ত রায় ও কলেজের অধ্যক্ষ ডাঃ সন্দীপ ঘোষের উপস্থিতিতে এই পরিষেবা চালু হল। প্রসঙ্গত উল্লেখ্য, একাধিক দুরারোগ্য ব্যাধির চিকিৎসাতে প্রশংসা অর্জন করেছে আর জি কর। বহু কঠিন অস্ত্রোপচারেও দক্ষতা দেখিয়েছেন চিকিৎসকরা।

Latest article