শামিকে দরকার ছিল, বলছেন মোরে, শ্রীকান্ত, এশিয়া কাপ

এশিয়া কাপের দলে মহম্মদ শামিকে না দেখে অবাক প্রাক্তনদের অনেকেই। জসপ্রীত বুমরার অনুপস্থিতিতে মরুদেশে অভিজ্ঞ সিমারের দরকার ছিল, ধারণা অনেকের।

Must read

মুম্বই, ৯ অগাস্ট : এশিয়া কাপের দলে মহম্মদ শামিকে না দেখে অবাক প্রাক্তনদের অনেকেই। জসপ্রীত বুমরার অনুপস্থিতিতে মরুদেশে অভিজ্ঞ সিমারের দরকার ছিল, ধারণা অনেকের।
ইংল্যান্ডে গত টি-২০ বিশ্বকাপের পর থেকে শামি আর এই ফরম্যাটের ক্রিকেটে নেই। ব্যতিক্রম শুধু আইপিএল। কিন্তু অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপের আগে এশিয়া কাপ কার্যত মেগা টুর্নামেন্টের ড্রেস রিহার্সাল। তাহলে কি ধরে নিতে হবে চেতন শর্মা ও তাঁর নির্বাচক কমিটি বিশ্বকাপের পরিকল্পনা থেকে বাইরে রাখছে উত্তর প্রদেশের স্পিডস্টারকে?

আরও পড়ুন-এবার অবসর, ইঙ্গিত সেরেনার

প্রাক্তন নির্বাচক প্রধান কিরণ মোরে অবশ্য শামি-ভক্তদের আশ্বস্ত করেছেন এই বলে যে, ‘‘শামি বিশ্বকাপে মাস্ট বোলার। আমার ধারণা বিশ্বকাপে শামিকে নেওয়া হবে। ওখানে বুমরা আর শামি একসঙ্গে খেলবে।” তাহলে এশিয়া কাপে নেই কেন? সাম্প্রতিক সিরিজেও শামিকে দেখা গেল না কেন? মোরে বলছেন, রাহুল দ্রাবিড় হয়তো আবেশের মতো ব্যাক-আপ বোলারদের আগে দেখে নিচ্ছেন।

আরও পড়ুন-ভাংড়ার তালে শেষ কমনওয়েলথ গেমস, সমাপ্তি অনুষ্ঠানে জাতীয় পতাকা বইলেন শরত ও জারিন

তবে আর এক প্রাক্তন নির্বাচক কৃষ্ণমাচারি শ্রীকান্ত মোরের মতো এতটা সহিষ্ণু হতে পারছেন না। তিনি সরাসরি বলেছেন, ‘‘আমি নির্বাচক হলে শামি এশিয়া কাপের দলে থাকত। আমার দলে শামি থাকতই। বরং বিষ্ণোইকে নিতাম না। কারণ আমার মনে হচ্ছে এশিয়া কাপের দলে আর একটা সিমারের দরকার ছিল।” তবে শ্রীকান্তের ভাল লাগছে দুই রিস্ট স্পিনারকে দেখে। আর খারাপ লাগছে অক্ষর প্যাটেলের জন্য। এদিকে, মোরে জানিয়েছেন, ঋষভ থাকলেও দীনেশ কার্তিককে যেন প্রথম দলে রাখা হয়। ‘‘না হলে ওকে নেওয়ার মনে হয় না।”

Latest article