সংশোধনাগারের বাইরেও এবার বাজবে সাইরেন

Must read

জরুরি প্রয়োজনে থানাতেও এবারে বেজে উঠবে পাগলা ঘণ্টি বা সাইরেন। সংশোধনাগারের বাইরেও এবার বাজবে পাগলা ঘণ্টি। কলকাতার থানাগুলিতে এই নতুন ব্যবস্থা চালু করছে লালবাজার (Lal bazar)। এই নিয়ে শুরু হয়ে গিয়েছে সমীক্ষাও। কোন থানা ভবনে কীভাবে বৈদ্যুতিক তারের বিন্যাস করা হবে তা খতিয়ে দেখা হচ্ছে। মূলত দুটি উদ্দেশ্যকে সামনে রেখে এই ব্যবস্থা।

আরও পড়ুন: নেতাজি ইন্ডোরে পুজো কমিটিগুলি সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

কী কী কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে?

* কোনও থানা এলাকায় আচমকা কোনও বড় ঘটনা, দুর্ঘটনা কিংবা আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি হলে সাইরেন বাজিয়ে তৎক্ষণাৎ সতর্ক করে দেওয়া হবে কর্তব্যরত পুলিশ কর্মীদের এবং স্থানীয় মানুষকেও। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত প্রস্তুত করা হবে পুলিশ বাহিনীকে।

* কোনও থানাতেও যদি কোনও অপ্রীতিকর ঘটনা ঘটে  বা থানার সামনে কোনও বিক্ষোভ হয়, জমায়েত হয় উত্তেজিত মানুষের, তবে সঙ্গে সঙ্গে বেজে উঠবে হুটার বা সাইরেন। যাতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা পুলিশ আধিকারিক এবং বাহিনী দ্রুত ছুটে আসতে পারে থানায়।

আরও পড়ুন: নেতাজি ইন্ডোরে পুজো কমিটিগুলি সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

Latest article