রাজ্যপালের কড়া সমালোচনা স্পিকারের

সর্বভারতীয় স্পিকার সম্মেলনে রাজ্যপাল জগদীপ ধনকড়ের অগণতান্ত্রিক পদক্ষেপের তীব্র সমালোচনা করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

Must read

প্রতিবেদন : সর্বভারতীয় স্পিকার সম্মেলনে রাজ্যপাল জগদীপ ধনকড়ের অগণতান্ত্রিক পদক্ষেপের তীব্র সমালোচনা করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। অসমের গুয়াহাটিতে দু’দিনের এই সম্মেলন মঙ্গলবার শেষ হয়েছে। মঙ্গলবার স্পিকার তাঁর ভাষণে বলেন, বাংলায় রাজ্যপাল গণতন্ত্র বিরোধী পদক্ষেপ করছেন। এর ফলে সাংবিধানিক সঙ্কট তৈরি হচ্ছে।

আরও পড়ুন-রিজার্ভ ব্যাঙ্কের দাওয়াই কি মুদ্রাস্ফীতিতে কার্যকর হবে?

রাজ্যপালের সমালোচনার পাশাপাশি তিনি বলেন, উন্নয়নই বাংলার মডেল হবে দেশের মধ্যে। সম্মেলনে তিনি রাজ্য সরকারের জনহিতকর বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন। একই সঙ্গে তিনি বলেন, বিধানসভায় অধ্যক্ষ-সহ সকলের মর্যাদা বজায় রাখতে হবে। বিধানসভায় বেশ কিছু সাংবিধানিক রীতিনীতি আছে, সেসব যথাযথ পালন করতে হবে। যে কেউ বিধানসভার ভিতরকার বিষয় নিয়ে চ্যালেঞ্জ করছেন, আদালতে যাচ্ছেন। এটা ঠিক নয়। এতে বিধানসভার গরিমা খর্ব হয়। আমাদের লক্ষ্য রাখতে হবে বিধানসভার কাজকর্মে অবাঞ্ছিত হস্তক্ষেপ না হয়।

Latest article