শিখণ্ডী এজেন্সি, অভিষেককে আবার তলব, প্রতিহিংসার রাজনীতি

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঠেকাতেই তাঁকে বারবার সমন পাঠাচ্ছে এজেন্সি। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই বিজেপির ষড়যন্ত্র ও অঙ্গুলিহেলনে চলছে হেনস্তা

Must read

প্রতিবেদন : অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঠেকাতেই তাঁকে বারবার সমন পাঠাচ্ছে এজেন্সি। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই বিজেপির ষড়যন্ত্র ও অঙ্গুলিহেলনে চলছে হেনস্তা৷ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ, বৃহস্পতিবার ফের মাথা উঁচু করে ইডি দফতরে যাবেন৷ বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানিয়েছেন মন্ত্রী শশী পাঁজা৷ তাঁর সংযোজন, লোকসভা ভোটের আগে অভিষেককে ঠেকাতেই বারবার নিশানা করা হচ্ছে।

আরও পড়ুন-লন্ডভন্ড গাজার কেন্দ্রে দখল নিল ইজরায়েলি সেনা

রাজনৈতিকভাবে তৃণমূলকে ভাঙার চেষ্টা হচ্ছে। তবে অভিষেককে যতবার তলব করা হয়েছে, উনি তদন্তে সবরকম সহযোগিতা করেছেন। কিন্তু জন্মদিনের পরই আবারও তাঁকে ডেকে রাজনৈতিক প্রতিহিংসাই চরিতার্থ করার চেষ্টা করা হচ্ছে। আগেও বিভিন্ন মামলায় কখনও কলকাতায়, কখনও দিল্লিতে তলব করেছিল ইডি। বেশিরভাগ ক্ষেত্রেই টানা ৯ থেকে ১০ ঘণ্টা ইডি দফতরে ছিলেন তিনি। প্রতিবারই হাজিরা দিয়ে তদন্তকারী আধিকারিকদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। জিজ্ঞাসাবাদ শেষে মাথা উঁচু করে বেরিয়ে জানিয়েছেন, যতবার সহযোগিতা করতে বলা হবে, ততবার করবেন।

আরও পড়ুন-গাজায় হামাসের সুড়ঙ্গে অস্ত্রভাণ্ডার

এ-বিষয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মুখপাত্র কুণাল ঘোষ বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় হলেন বিজেপির গলার কাঁটা৷ তাঁকে যতরকমভাবে পারা যায় বেঁধে রাখতে চাইছে বিজেপি৷ যে কারণে জন্মদিনের দিনেই নোটিশ পাঠিয়েছে ইডি৷ আসলে রাজনৈতিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে না পেরে তাঁকে বিড়ম্বনায় ফেলার ও চাপে রাখার চেষ্টা করছে৷ এটা প্রতিহিংসার রাজনীতি ছাড়া আর কিছুই নয়৷

Latest article