সিএএ মামলার শুনানি ১৯ মার্চ

Must read

প্রতিবেদন : সুপ্রিম কোর্টে সিএএ (Citizenship Amendment Act) মামলার শুনানি হবে ১৯ মার্চ। ওই দিনই যাবতীয় মামলা ওঠার কথা শীর্ষ আদালতে। এখনও পর্যন্ত এ ব্যাপারে মোট ১৯০টি পিটিশন জমা পড়েছে। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, এই বিধিতে স্থগিতাদেশ চেয়ে যে ১৯০টি পিটিশন পড়েছে তার সবগুলোরই শুনানি হবে। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের (আইইউএমএল) পক্ষে আইনজীবী কপিল সিবাল শুক্রবার বিষয়টি উল্লেখ করার পরে আদালত এই কথা বলেছে। সিবাল আদালতকে বলেছেন যে, যখন ২০১৯ সালে সিএএ (Citizenship Amendment Act) সংসদে পাশ হয়েছিল, তখন বিধিগুলি অবহিত না হওয়ায় স্থগিতাদেশের কোনও প্রশ্ন ছিল না। কিন্তু এখন (লোকসভা) নির্বাচনের ঠিক আগে, নিয়মগুলি জানা গিয়েছে। যদি এখন নাগরিকত্ব দেওয়া হয়, তাহলে তা ফেরানো যাবে না। নাগরিকত্ব (সংশোধন) বিধি চ্যালেঞ্জ করে আইইউএমএল, অসম কংগ্রেস নেতা দেবব্রত সাইকিয়া, অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ, ডেমোক্রেটিক ইয়ুথ ফেডারেশন অফ ইন্ডিয়া (ডিওয়াইএফআই) এবং সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া (এসডিপিআই) সহ এখনও পর্যন্ত বিভিন্ন সংগঠন আবেদন দাখিল হয়েছে।

আরও পড়ুন- কংক্রিটের জঙ্গলে হারিয়ে গেল হ্রদ, চরম জলসঙ্কটে সিটি অফ লেক’

Latest article