শিক্ষকদের ক্লাসে মোবাইল নিষিদ্ধ

বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে স্মার্টফোনের প্রয়োজনও দেখা দেয়। সেই সব ক্লাসের ক্ষেত্রে কী হবে? সেই বিষয়টিও ব্যাখ্যা করেছে পর্ষদ।

Must read

প্রতিবেদন : অনেক শিক্ষক ক্লাস চলার মধ্যেই স্মার্টফোন ব্যবহার করেন। এমন অভিযোগ বারেবারেই উঠেছে। অভিযোগ, ছাত্রছাত্রীদের কোনও একটি বিষয় পড়তে দিয়ে মোবাইল ঘেঁটে চলেছেন শিক্ষক।
মধ্যশিক্ষা পর্ষদের মতে, এই ধরনের ঘটনা ছাত্রদের মনোযোগে ব্যাঘাত ঘটায়। তাই ক্লাসরুমে শিক্ষকরাও আর স্মার্টফোন ব্যবহার করতে পারবেন না বলে নির্দেশিকা দিল পর্ষদ।

আরও পড়ুন-জঙ্গল ও বন্যপ্রাণ বাঁচাতে মোড়লদের সঙ্গে বৈঠক

প্রশ্ন উঠতে পারে, বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে স্মার্টফোনের প্রয়োজনও দেখা দেয়। সেই সব ক্লাসের ক্ষেত্রে কী হবে? সেই বিষয়টিও ব্যাখ্যা করেছে পর্ষদ। যদি তেমন কোনও ক্ষেত্রে স্মার্টফোন ব্যবহারের প্রয়োজনীয়তা দেখা যায়, সেক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধানের অনুমতি নিয়ে তা ব্যবহার করতে হবে।
তবে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে নিয়মটি আরও কড়া। শিক্ষকরা স্কুলে মোবাইল নিয়ে ঢুকতে পারবেন। কিন্তু পড়ানোর সময় ক্লাসরুমে ব্যবহার করতে পারবেন না। ছাত্রছাত্রীরা কিন্তু স্কুলেই স্মার্টফোন নিয়ে যেতে পারে না। নির্দেশিকায় বলা রয়েছে, স্কুল চত্বরেই মোবাইল নিয়ে ঢুকতে পারবে না ছাত্রছাত্রীরা।

Latest article