জঙ্গল ও বন্যপ্রাণ বাঁচাতে মোড়লদের সঙ্গে বৈঠক

শুরু হয়েছে শিকারের বিরুদ্ধে মাইকে প্রচার। ঝিটকা, ভূমিজ ধানশোলা ইত্যাদি এলাকায় চলছে গাড়িতে করে বন বিভাগের প্রচার।

Must read

সংবাদদাতা, ঝাড়গ্রাম : লালগড়ের জঙ্গলের বন, বন্যপ্রাণ তথা জীববৈচিত্র রক্ষা করতে আদিবাসী মোড়লদের নিয়ে বৈঠক করল প্রশাসন। সোমবার এই গুরুত্বপূর্ণ বৈঠক হয় ঝাড়গ্রাম জেলার লালগড় ফরেস্ট রেঞ্জ অফিসে। লালগড় থানার প্রায় প্রতিটি গ্রামের আদিবাসী মোড়লরা ছাড়াও উপস্থিত ছিলেন বনরক্ষা কমিটির সদস্যরা। এছাড়া এদিনের এই সভায় প্রশাসনের পক্ষে ছিলেন মেদিনীপুর বনবিভাগের ডিএফও সন্দীপ বড়ওয়াল, লালগড়ের যুগ্ম বিডিও গোপীনাথ সরেন, লালগড়ের রেঞ্জ অফিসার শ্রাবণী দে, সাব ইনস্পেক্টর সৌরভ ঘোষ, শ্যামল মাহাতো, সুদীপ্ত মাহাতো প্রমুখ। প্রায় দু’ঘণ্টা চলে সভা।

আরও পড়ুন-অনলাইনেই বিল্ডিং প্ল্যান রামপুরহাট পুরসভা

সেখানে প্রশাসনিক কর্তারা জানান, জঙ্গলে ঢুকে কোন বন্যপ্রাণী শিকার করা যাবে না। জঙ্গলের গাছপালা যাতে না নষ্ট হয় এবং এই অঞ্চলের জীববৈচিত্র যাতে আমরা সকলে মিলে রক্ষা করতে পারি সেটা সবাইকে দেখতে হবে। জঙ্গল আর জঙ্গলের জীব না থাকলে মানুষের অস্তিত্বও বিপন্ন হবে বলে জানিয়ে দেওয়া হয়। বরং শিকার উৎসবের বদলে কোনও ক্রীড়া প্রতিযোগিতা বা সাংস্কৃতিক উৎসব করা যায় কি না তার প্রস্তাব দেওয়া হয় প্রশাসন থেকে। সভায় উপস্থিত আদিবাসী মোড়লরা অবশ্য প্রশাসনের এই প্রস্তাব ভেবে দেখবেন বলে জানান। আগামী বুধবার লালগড়ে আদিবাসীদের শিকার উৎসব। তার আগে লালগড়ের জঙ্গলের গাছপালা ও বন্যপ্রাণ রক্ষা করতে এবং শিকার উৎসব থেকে মানুষজনকে বিরত করতে জোর তৎপরতা চালাচ্ছে প্রশাসন। শুরু হয়েছে শিকারের বিরুদ্ধে মাইকে প্রচার। ঝিটকা, ভূমিজ ধানশোলা ইত্যাদি এলাকায় চলছে গাড়িতে করে বন বিভাগের প্রচার।

Latest article