প্রস্তুতি খতিয়ে দেখলেন জেলাশাসক

সোমবারই গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে গঙ্গাসাগরের মেলা অফিসে জরুরি বৈঠক করলেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা

Must read

সংবাদদাতা, ডায়মন্ড হারবার  : পুজো শেষ হতেই গঙ্গাসাগর মেলার প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়ল জেলা প্রশাসন। সোমবারই গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে গঙ্গাসাগরের মেলা অফিসে জরুরি বৈঠক করলেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা।

আরও পড়ুন-শুরু হল উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা বজায় রেখেই কাউন্সেলিং

এছাড়াও কাকদ্বীপ মহকুমা প্রশাসন ভবনে বৈঠক সারলেন জেলাশাসক সুমিত গুপ্তা। উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা, জেলা সভাধিপতি নীলিমা মিস্ত্রি, সহ–সভাধিপতি শ্রীমন্ত মালি, সুন্দরবনের পুলিশ সুপার কোটেশ্বর রাও। কপিলমুনির আশ্রমের কাছে এবারে ভাঙন দেখা দিয়েছে সাগরদ্বীপে। তাই মেলার আগে যাতে মেরামতির কাজ শেষ হয় তার জন্য সেচ, পূর্ত দফতরকে নির্দেশ দেন মন্ত্রী এবং জেলাশাসক। বিদ্যুৎ, দমকল, স্বাস্থ্য, পরিবহণ দফতরের অফিসার ও ইঞ্জিনিয়াররাও উপস্থিত ছিলেন এদিনের বৈঠকে।

আরও পড়ুন-ফের ভূমিকম্প নেপালে, কেঁপে উঠল দিল্লিও

সবাইকে দ্রুত পরিকল্পনা জমা দেওয়ার নির্দেশ দেন জেলাশাসক। কপিলমুনি আশ্রমের সামনে ভাঙন রোধ থেকে শুরু করে মুড়িগঙ্গা নদীতে ড্রেজিংয়ের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে এদিন। কারণ, এখানে লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড় হয়। সেখানে কোনও অঘটন কাম্য নয় বলে জানিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন টেলিকম সংস্থাকে সঠিক পরিষেবা প্রদানের জন্য অতিরিক্ত পরিকাঠামো তৈরির নির্দেশ দেন জেলাশাসক। সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরা বললেন, বিগত বছরগুলির অভিজ্ঞতা থেকেই এই বছরও পরিকল্পনার প্রস্তুতি শুরু করা হল। ইতিমধ্যেই গঙ্গাসাগর নিয়ে একটি মাস্টারপ্ল্যান করা হচ্ছে। যাতে এখানে পুণ্যার্থীরা এসে সমস্যায় না পড়েন।

Latest article