মিশনারিজ অফ চ্যারিটিজ: কাটতে চলেছে জট, সিদ্ধান্ত বদল কেন্দ্রের

Must read

প্রতিবেদন : দেশজোড়া সমালোচনার মুখে কার্যত পিছু হঠতে বাধ্য হল কেন্দ্রীয় সরকার৷ এফসিআরএ পুনর্নবীরণের সিদ্ধান্ত নেওয়া হল৷ এর ফলে কাটতে চলেছে দেশের অন্যতম সেরা সেবাপ্রতিষ্ঠান মিশনারিজ অফ চ্যারিটিজের (Missionaries of Charity) জট৷

কয়েকদিন আগে ক্রিমাসের উৎসবের আবহেই মাদার টেরিজা প্রতিষ্ঠিত সংস্থা মিশনারিজ অফ চ্যারিটিজের (Missionaries of Charity) সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়। কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ঝড় ওঠে সর্বস্তরে৷ বিদেশের মিডিয়াতেও কেন্দ্রের এই পদক্ষেপের সমালোচনা হয়৷ তীব্র প্রতিবাদ জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাপে পড়ে তখন বিবৃতি দিয়ে কেন্দ্র জানায়, তারা মিশনারিজ অফ চ্যারিটিজের কোনও অ্যাকাউন্ট বন্ধ করার নির্দেশ দেয়নি। তবে ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট বা এফসিআরএ অনুযায়ী এই সংস্থার রেজিস্ট্রেশন আটকে রয়েছে। সেই কারণেই অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছে।

আরও পড়ুন-চিরদিন মানুষের সঙ্গে মমতাদি

তবে দেশে–বিদেশে প্রবল চাপের মুখে এবার এফসিআরএ নিয়েও সিদ্ধান্ত বদল করল কেন্দ্র। শুক্রবার কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে, যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনের এফসিআরএ রেজিস্ট্রেশন আছে তাদের মেয়াদ ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হবে। বিবৃতি দিয়ে শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই কথা জানিয়েছে। কেন্দ্রের এই সিদ্ধান্তে মিশনারিজ অফ চ্যারিটিজের চলতি জট কাটতে পারে বলে আশা করা হচ্ছে৷ অর্থাৎ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি আবারও চালু হয়ে যাবে। মিশনারিজ অফ চ্যারিটিজের মতো একটি প্রতিষ্ঠানের উপর নির্ভর করে আছেন কমবেশি প্রায় ২২ হাজার মানুষ। এই সমস্ত মানুষের খাওয়া-দাওয়া থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় ওষুধ সবই সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে দেওয়া হয়।

Latest article